শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬, ১০:৫৪:৫৭

আবারো সন্তানকে নির্মমভাবে হত্যা করলেন নিষ্ঠুর এক মা

আবারো সন্তানকে নির্মমভাবে হত্যা করলেন নিষ্ঠুর এক মা

আন্তর্জাতিক ডেস্ক : বাচ্চারা দুষ্টুমি করতেই পারে।  এ জন্য বাবা-মা শাস্তি দিতেই পারেন।  তবে কিছু অভিভাবক জ্ঞান হারিয়ে শাস্তির নামে যেটা করেন তা কল্পনাও করা যায় না।  একজনের বিচারে সামান্য শাস্তি বাচ্চাটির জন্য কতটা ভয়ানক হতে পারে তা দেখালেন নিষ্ঠুর এক মা।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।

বছর চারেকের সত্‍ ছেলের ওপর রাগ করে শাস্তি দেয়ার জন্য তার দু'টি পা ফুটন্ত জলে ডুবিয়ে ধরে রাখেন সেই নরপিচাশ মা।  পরদিন বাচ্চাটি মারা যায়।

ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের ওহাইওতে।  ২৫ বছরের আনা রিচি মাসখানেক আগে বিয়ে করে এসেছেন স্বামীর ঘরে।  স্বামীর আগের পক্ষের এক ছেলে রয়েছে, নাম অস্টিন।  বয়স ৪ বছর।  

গতকাল সন্ধ্যায় কোনো কারণে অস্টিনের ওপর প্রচণ্ড রেগে যান আনা।  শাস্তি দেয়ার জন্য তার দু'টি পা ফুটন্ত পানির মধ্যে ডুবিয়ে রাখেন।  বাচ্চাটির চিত্‍কার, কাতর অনুরোধ কোনো কিছুতেই কান দেননি তিনি।  স্বামী বাড়িতে অনুপস্থিত ছিলেন।  এরপর কোনোরকম চিকিত্‍সা না করেই বা ডাক্তারের কাছে না নিয়ে তাকে খাটে শুইয়ে দেন।

পরদিন সকালে অনেক ডাকাডাকির পর অস্টিন সাড়া না দেয়ায় ঘরে এসে দেখেন ওর নিঃশ্বাস পড়ছে না।  তখন ডাক্তারকে খবর দেন আনা।  আগের দিন সন্ধ্যার ঘটনা জানিয়ে বলেন, আমার মনে হয়েছিল ওর তেমন একটা লাগেনি।  তাই ওর কথার গুরুত্ব দিইনি।

পরে সেই চিকিত্‍সকই পুলিশে খবর দেন।  আনার ঠাঁই হয়েছে এখন ওয়ারেন কাউন্টি জেলে।
১৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে