শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ০৯:০২:৫৩

সৌদি আরবের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ তুললো জাতিসংঘ

সৌদি আরবের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ তুললো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : এবার সৌদি আরবের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ তুললো জাতিসংঘ। সংস্থটির মানবাধিকার কমিশনের প্রধান বলেছেন, ইয়েমেনে বেসামরিক মানুষ হত্যার জন্য সৌদি আরব দায়ী।

ইয়েমেনের হাজ্জাহ প্রদেশে সম্প্রতি সৌদি বিমান হামলায় ১২০ জন বেসামরিক নিহত হওয়ার পর তার নিন্দা জানিয়ে সৌদি আরবের বিরুদ্ধে বিশ্ব সংস্থার গুরুত্বপূর্ণ পর্যায় থেকে এ বক্তব্য দেয়া হলো।

শুক্রবার এক বিবৃতিতে সংস্থার প্রধান জেইদ রা’দ আল-হোসেইন বলেন, হত্যাহতদের সংখ্যার দিকে তাকালে মনে হবে বিভিন্ন বাহিনীর সদস্য নিহতের চেয়ে বেসামরিক লোকজন নিহতের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং তাদের সবাই নিহত হয়েছে সৌদি বিমান হামলার কারণে।

জাতিসংঘ মানবাধিকার কমিশন বলেছে, তারা ইয়েমেনে এ পর্যন্ত ৩,২১৮ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার সংখ্যা নিশ্চিত হয়েছে। বেসামরিক মানুষ হত্যা বন্ধে ব্যর্থতার জন্য জেইদ রা’দ সৌদি আরবের তীব্র নিন্দা করেন। সৌদি হামলার বিরুদ্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানান তিনি।

জেইদ বলেন, আমরা মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আন্তর্জাতিক অপরাধের বিষয়টি নজরদারি করছি।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে