শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ০৯:১৮:২১

৬১ জন মানুষ নিয়ে বিমান বিধ্বস্ত, কি ঘটেছে তাদরে ভাগ্যে?

৬১ জন মানুষ নিয়ে বিমান বিধ্বস্ত, কি ঘটেছে তাদরে ভাগ্যে?

আন্তর্জাতিক ডেস্ক : ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার রস্তভ অন ডন শহরে বোয়িং ৭৩৮ বিমানটি বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে ৬১ জন মানুষ ছিলেন, যাদের মধ্যে ৫৫ জন যাত্রী ও ৬ জন ক্রু।

জানা গেছে বিমান রানওয়েতে ঠিকভাবে অবতরণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। অবতরণের সময় রানওয়েতে এতে আগুন ধরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, ঝড়ো বাতাসের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিমানে থাকা সবাই মৃত্যুবরণ করেছে। রস্তভ বিমান বন্দর থেকে অবতরণের অপেক্ষায় থাকা অন্য বিমানগুলোর গতিপথ পরিবর্তন করে দেয়া হয়েছে।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে