শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ০৯:৫২:৪৩

৯/১১-এর জন্য কি ইরান দায়ী? মার্কিন রুলিংয়ে বিস্মিত রাশিয়া

৯/১১-এর জন্য কি ইরান দায়ী? মার্কিন রুলিংয়ে বিস্মিত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলার ঘটনায় কি ইরান দায়ী? ওই ঘটনায় দেশটির বিরুদ্ধে সম্প্রতি ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে রুলিং দিয়েছে মার্কিন আদালত। এতে বিস্ময় প্রকাশ করে রাশিয়া প্রশ্ন তুলেছে আমেরিকার দিকে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ৯/১১’র ঘটনায় যদি ইরানকে সবকিছুর জন্য দায়ী করা হয় তাহলে ১৫ বছর আগে আমেরিকা আফগানিস্তানে হামলা চালিয়েছে কেন?

১১ সেপ্টেম্বরের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন পরিবার ও বীমা কোম্পানিগুলোকে ১,০৫০ কোটি ডলারেরও বেশি অর্থ ক্ষতিপূরণ দিতে হবে বলে  গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে মার্কিন এক বিচারকরুলিং দিয়েছেন।

ওই রুলিংয়ে বিচারক দাবি করেছেন, ১১ সেপ্টেম্বরের হামলায় জড়িত থাকার অভিযোগ মিথ্যা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ইরান। তেহরান গত সোমবার এ রুলিংকে হাস্যকর ও অর্থহীন বলে নিন্দা জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাইন জাবেরি আনসারি ওই দিন বলেন, এ রুলিং হচ্ছে ইহুদিবাদী সিনেটরদের ইরান-বিদ্বেষের অন্ধ অনুসরণ সংক্রান্ত প্রতিযোগিতার এক নতুন ফল।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে