আন্তর্জাতিক ডেস্ক : একেই বোধহয় বলে প্রকৃত দেশপ্রেম! ভাগ্যেরজোরে আজ কোটিপতি তিনি। কিন্তু, দেশের প্রতি কর্তব্যে অবিচল আজও। ঐশ্বর্য ছেড়ে আত্মত্যাগেই প্রকৃত সুখ খুঁজে নিয়েছেন তিনি। তাই লটারিতে পাওয়া কোটি টাকাও পরিবর্তন আনতে পারেনি এক ব্রিটিশ সেনার জীবনে। শত্রুদের হাত থেকে দেশকে বাঁচানো এখনো নিজের কর্তব্য মনে করছেন এই সেনা সদস্য।
ব্রিটেনের স্পেশাল এয়ার সার্ভিসে কর্মরত এই সেনাবাহিনীর সদস্য লটারিতে ১০ লাখ পাউন্ড জিতেছিলেন বড়দিনের সময়ে। রাতারাতি কোটিপতি হওয়ার পর অনেকেই হয়তো ভেবেছিলেন এবার কাজ ছেড়ে বাড়িতে বসে আরামের জীবনযাপন করবেন তিনি। অবাক করেছিলেন সবাইকে। নিজের কাজ ছেড়ে কোথাও যাননি। এমনকি, তার স্বাভাবিক জীবনযাপন আরো আশ্চর্য করেছিল প্রতিবেশীদের।
দেশের হয়ে একাধিক যুদ্ধে লড়েছেন স্পেশাল এয়ার সার্ভিসের এই সেনা সদস্য। এরমধ্যে আফগানিস্তানে দিয়ে তালেবানদের সঙ্গে যুদ্ধ করার কতিত্ব রয়েছে তার। গোটা ঘটনাটির সত্যতা স্বীকার করেছে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই