আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২০২০ সালের মধ্যে পাকিস্তানের বিমান বাহিনী থেকে অন্তত ১৯০টি যুদ্ধবিমানের পরিবর্তনের প্রয়োজন রয়েছে। সেই কারণে ইতিমধ্যে নতুন বিমান কেনার পরিকল্পনা শুরু করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এক শীর্ষ কর্মকর্তা ইংরেজি দৈনিক ডন-কে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, আমেরিকা থেকে পাকিস্তান আরো ১০টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, সাপ্তাহিক জেন’স ডিফেন্স এক প্রতিবেদনে জানিয়েছিল, বাড়তি ১০টি বিমান আমেরিকা থেকে কেনা হবে যদি বর্তমানে আটটি এফ-১৬ বিমান কেনার প্রক্রিয়া সফলভাবে শেষ হয়।
গত সপ্তাহে মার্কিন সিনেট পাকিস্তানের কাছে বিমান বিক্রি বন্ধের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে। এরপর আটটি বিমান কেনার প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত হয়েছে। ফলে আরও ১০ টি ফাইটার জেট আমেরিকা থেকে কেনার বিষয়টি মোটামুটি পাকা বলেই ধরে নিচ্ছে পাকিস্তানের সামরিক কর্মকর্তারা।
একই সঙ্গে তারা জানাচ্ছে, শুধু আমেরিকা নয়, রাশিয়া অথবা ফ্রান্স থেকেও ফাইটার জেট কেনার কথা রয়েছে। ইসলামাবাদের এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্রান্সের বিমান অনেক বেশি দামি। সে ক্ষেত্রে রাশিয়ার বিমান মানে ভালো কিন্তু দাম অতটা চড়া নয়। ফলে পাকিস্তানের বিমান বহরে আগামীতে বহুসংখ্যক রুশ নির্মিত যুদ্ধবিমান দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই