শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ০৫:৫২:১৪

উত্তর কোরিয়াকে নিয়ে আবারো নিন্দার ঝড়

উত্তর কোরিয়াকে নিয়ে আবারো নিন্দার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সাম্প্রতিক ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এটি বলেছে, এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করেছে।

যুক্তরাষ্ট্রের আহ্বানে শুক্রবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ১৫ সদস্যের এ পরিষদ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে। বিবৃতিতে উত্তর কোরিয়াকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা পরিষদের এসব প্রস্তাবে সব ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে নিষেধ করা হয়েছে।

উত্তর কোরিয়া সম্প্রতি দূরপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। রাজধানী পিয়ংইয়ং-এর উত্তরে অবস্থিত একটি উৎক্ষেপন কেন্দ্র থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি প্রায় ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে আঘাত হানে। এ ছাড়া, মার্চের শুরু থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়া স্বল্প পাল্লার বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

নিরাপত্তা পরিষদের বিবৃতিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে।-আইআরআইবি
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে