শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ০৭:২৭:৪৭

হামলার মূল আসামি বেলজিয়ামে গ্রেফতার

হামলার মূল আসামি বেলজিয়ামে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : চার মাস পর ধরা পড়ল প্যারিস হামলার অন্যতম অভিযুক্ত সালাহ আব্দেসালাম। বেলজিয়ামের ব্রাসেলস থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে ফরাসি পুলিশ।

গত ১৩ নভেম্বর ফ্রান্সের একাধিক জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ও হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। ১৩০ জন নিহত হয়েছিলেন ওই হামলায়। হামলার দায় স্বীকার করেছিল আইএস। পরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছিল ৭ জঙ্গি। কিন্তু, অধরা ছিলেন হামলার অন্যতম অভিযুক্ত আব্দেসালাম।

ফরাসি পুলিশ সূত্রে জানানো হয়েছে, এদিন ব্রাসেলসের মলিনবীক অঞ্চলে অভিযান চালিয়ে ২৬ বছরের আব্দেসালাম সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে ব্রাসেলসের অন্য একটি প্রান্তে আব্দাসালামের আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল বলে দাবি করেছিল পুলিশ। ওই অভিযানে আব্দেসালাম পালিয়ে গেলেও, অন্য এক আইএস জঙ্গির মৃত্যু হয়েছিল।

শুক্রবারের অভিযানে আব্দেসালামের গ্রেফতারির পরই ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলাঁদের সঙ্গে বৈঠক করেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিচেল। প্রসঙ্গত, প্যারিস হামলার তদন্তে নেমে প্রথম দিন থেকেই ফরাসি পুলিশের নজরে রয়েছে বেলজিয়াম। তদন্তে উঠে এসেছিল, হামলার পর প্রায় তিন সপ্তাহ ব্রাসেলসে একটি ফ্ল্যাট ভাড়া করে ছিল ফরাসি-মরক্কোজাত আব্দেসালামের।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে