শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ০৯:২৯:২২

ইরাকি বাহিনীর হামলায় পিছু হটছে আইএস

ইরাকি বাহিনীর হামলায় পিছু হটছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের আরো এলাকা মুক্ত করেছে ইরাকের বাহিনী। এছাড়া, ইরাকি বাহিনী এরইমধ্যে আইএসের মূল অবস্থানের অনেক কাছাকাছি পৌঁছে গেছে। এ বাহিনীর নেতৃত্বে রয়েছে এলিট কাউন্টার-টেরোরিজম সার্ভিস। পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় গোত্র যোদ্ধাদের সমন্বয়ে এ বাহিনী গঠিত হয়েছে।

ইরাকের বাহিনী এখন ইউফ্রেটিস নদীর ওপরে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু নিয়ন্ত্রণ করছে। আল-বাগদাদি শহরে এ সেতুর অবস্থান। এছাড়া, আজ (শনিবার) সকালের দিকে ইরাকি বাহিনী হিত শহরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য হামলা চালায়। পাশের ছোট শহর কুবাইসা’র দখল নেয়ার জন্যও হামলা হয়েছে।

ইরাকের আস-সুমারিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে, কুবাইসা শহরের একটি গুরুত্বপূর্ণ সিমেন্ট ফ্যাক্টরি দখলে নিয়েছে ইরাকের সেনারা। এর আগে গত বৃহস্পতিবার ইরাকি বাহিনী হিত শহরের পাশের আল-মুহাম্মাদি এলাকা দখল করে নেয়।-আইআরআইবি
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে