রবিবার, ২০ মার্চ, ২০১৬, ০৮:৪২:২৮

‘অজানা বিস্ময়ের ভয়ে কাঁপছে ইসরাইল’

‘অজানা বিস্ময়ের ভয়ে কাঁপছে ইসরাইল’

আন্তর্জাতিক ডেস্ক : অজানা বিস্ময়ের ভয়ে কাঁপছে দখলদার ইহুদিবাদী ইসরাইল! দেশটির সশস্ত্র বাহিনী ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ইরান সমর্থিত লেবাননের শিয়া প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হামলার ভয়ে সবসময় আতঙ্কে থাকে।

হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতা শেইখ নাবিল কাউক বলেছেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও নানা  অজানা বিস্ময়ের ভয়ে কাঁপলেও তারা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলোর সশস্ত্র বাহিনীকে মোটেই ভয় পায় না।

তিনি প্রশ্ন করেন, ইসরাইল কি ইয়েমেনে সৌদি সরকারের কথিত ‘দৃঢ়তার ঝড়’ শীর্ষক সামরিক অভিযানকে ভয় পায় না হিজবুল্লাহর মত প্রতিরোধ আন্দোলনগুলোকে?

বৈরুতে শহীদ আলী কাসসার আশ শামি’র স্মরণে আয়োজিত শোক-সভায় তিনি এইসব মন্তব্য করেছেন।  

শেইখ নাবিল কাউক বলেছেন, লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী বলে অভিহিত করাসহ সৌদি সরকারের ষড়যন্ত্রে গৃহীত সব সিদ্ধান্তই ইয়েমেন, সিরিয়া ও লেবাননে  ধসে-পড়া সৌদি অবস্থান পুনর্নির্মাণে ব্যর্থ হবে। অন্যদিকে এইসব ষড়যন্ত্র সত্ত্বেও হিজবুল্লাহ বিজয় অর্জনের কার্যক্রম চালিয়ে যাবে।  

শেইখ নাবিল কাউক ইয়েমেনে সৌদি সরকারের পরিচালিত অভিযানগুলোর ব্যাপারে আরব বিশ্বের জনমত সম্পর্কেও প্রশ্ন তুলে বলেছেন, এইসব গণহত্যায় নিহতদের সংখ্যা লেবাননে ২০০৬ সালে ইহুদিবাদী ইসরাইলের পরিচালিত গণহত্যায় নিহতদের সংখ্যা ছাড়িয়ে গেছে।
২০ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে