সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০৯:৫২:৪৬

ছাতা নিয়ে কিউবায় কেন প্রেসিডেন্ট ওবামা দম্পতি?

ছাতা নিয়ে কিউবায় কেন প্রেসিডেন্ট ওবামা দম্পতি?

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঐতিহাসিক সফরে এখন কিউবায় রয়েছেন। গত ৮৮ বছরের মধ্যে এটিই মার্কিন কোনো রাষ্ট্রপতির পক্ষে কিউবায় সশরীরে প্রথম ভ্রমণ। কিন্তু এই ভ্রমণে ওবামা দম্পতির হাতে ছাতা কেন? শুধু তাই নয়, তাদের সন্তানদের হাতেও ছিল ছাতা।

এই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে রাজনৈতিক সংস্কার এবং বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে কথা বলবেন।

হাভানায় পৌঁছেই ওবামা নিজের একাউন্ট থেকে টুইট করে লিখেছেন- কিউবার মানুষদের সঙ্গে দেখা করে সরাসরি জানার একটা আগ্রহ রয়ে গেছে।

কিন্তু কিউবায় এইদিনেও প্রতিবাদ হিসেবে মিছিল হয়েছে এবং ওবামা আসার মাত্র ঘণ্টাখানেক আগেই তা ক্ষান্ত হয়েছে। এই মিছিলে বিক্ষোভকারীরা রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিল।

যুক্তরাষ্ট্র সম্প্রতি কিউবার প্রতি যে নরম মনোভাব পোষণ করছে হাভানায় ওবামার এ সফর তারই এক চূড়ান্ত নমুনা।

মার্কিন প্রেসিডেন্টের এই কিউবা সফরে ইউএস-কিউবা সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করবে এবং উভয় দেশই এতে লাভবান হবে।

ওবামা এবং রাউল কাস্ত্রো একসঙ্গে নৈশভোজ করবেন, যৌথ এক সংবাদ সম্মেলনে যোগ দেবেন এবং বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
২১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে