বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০৫:০৫:৩৮

আইএস আতঙ্কে ভুগছে গোটা ইউরোপ

আইএস আতঙ্কে ভুগছে গোটা ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাসেলসে ধারাবাহিক বিস্ফোরণের কারণে গোটা ইউরোপজুড়ে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। ইউরোপের বিভিন্ন দেশগুলি কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে নিজেদের।

এই ঘটনার পরেই ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ফ্রান্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ১,৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। তার দাবি, এই হামলা থেকে এটা বোঝা যাচ্ছে সন্ত্রাসবাদ মোকাবেলায় ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় বাড়ানো কতটা জরুরি।

শুধু ফ্রান্স নয়, গোটা জার্মানি এবং হল্যান্ড তাদের সীমান্তে নিরাপত্তা তল্লাশি আরো জোরদার করেছে। ব্রিটেনে অ্যান্টি টেরোরিস্ট গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, সতর্কতা হিসেবে বিভিন্ন এলাকায় টহল বাড়ানো হয়েছে।

গত নভেম্বর মাসে প্যারিসে জঙ্গি হামলার সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজন সালাহ আবদেস্লামকে ব্রাসেলসে গ্রেফতারের চারদিন পর ব্রাসেলসের একটি বিমানবন্দর ও পাতাল রেলে এই হামলা চালানো হয় যাতে অন্তত ৩০ জন নিহত হয়েছে। ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

ব্রাসেলসে হামলার পরপরই ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ তার মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, জঙ্গিরা আবারো তাদের ঘৃণা আর সহিংসতা দেখিয়েছে। আর ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম প্রধান ফেডেরিকা মোঘেরিনি জানিয়েছেন, ইউরোপের জন্যে অত্যন্ত দুঃখের একটি দিন।
২৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে