বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০৭:০০:৫৭

আমেরিকার দুঃখজনক পরিণতি ঘটবে : উত্তর কোরিয়া

আমেরিকার দুঃখজনক পরিণতি ঘটবে : উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার দুঃখজনক পরিণতি ঘটবে বলে হুঁশিয়ার করে দিয়েছে উত্তর কোরিয়া। দেশ দুইটির বিরুদ্ধে কথিত 'প্রতিশোধমূলক ন্যায়সঙ্গত' যুদ্ধ চালানোর হুমকি দিয়ে পিয়ংইয়ং এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিয়ন-হাই এবং তার মার্কিন মিত্রদের দুঃখজনক পরিণতি ঘটবে।

দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা একযোগে কোরিয় উপদ্বীপে 'ফোল ইগ'ল নামের এ যাবৎকালের সবচেয়ে বড় যে সামরিক মহড়া  চালাচ্ছে তাকে 'তৃতীয়মাত্রার অভিশপ্ত উস্কানি' বলে মন্তব্য করে এ বক্তব্য দেয় উত্তর কোরিয়া। দেশটির ওপর আগ্রাসন চালানোর লক্ষ্যে এ মহড়া চালানো হচ্ছে বলে মনে করে পিয়ংইয়ং।

এ মহড়ায় ১৭ হাজার মার্কিন এবং তিন লাখ দক্ষিণ কোরিয়  সেনাসহ যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী অংশগ্রহণ করছে। এ ছাড়া, এ মহড়ায় তাজা গুলিও ব্যবহার করা হচ্ছে।-আইআরআইবি
২৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে