বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ১০:৫৭:৪৭

মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন টেড ক্রুজ

মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন টেড ক্রুজ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী টেড ক্রুজ আবারো মুসলমানদের আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। নিজের মুসলিম বিদ্বেষী চিন্তাধারা প্রকাশের ক্ষেত্রে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনা ব্যবহার করে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। মুসলমানরা ‘উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ার’ আগেই তাদেরকে রুখতে হবে বলেও দাবি করেন তিনি।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মঙ্গলবার ধারাবাহিক বোমা হমলায় অন্তত ৩৪ জন নিহত হয়। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ এসব হামলার দায় স্বীকার করে অন্যান্য ইউরোপীয় শহরেও একই রকম হামলা চালানোর হুমকি দিয়েছে।

এ সম্পর্কে টেড ক্রুজের নির্বাচনি প্রচারাভিযান পরিচালনাকারী দল বলেছে, “মুসলমানদের উগ্রবাদী হয়ে ওঠার আগেই মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমাদেরকে আইনের প্রয়োগ শক্তিশালী করতে হবে। আমাদের ইউরোপীয় মিত্ররা বর্তমানে শরণার্থীদের এমন ঢলের সম্মুখীন হয়েছেন যাদের মধ্যে সন্ত্রাসী ও উগ্রবাদী মুসলমানরা রয়েছে।”

টেড ক্রুজ আরো বলেছেন, “সন্ত্রাসীদের প্রবেশ রুখে দিতে আমাদেরকে দক্ষিণের সীমান্তে নিরাপত্তা কঠোর করতে হবে। ইউরোপের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে কি হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি। যদি আমাদের এখানে (আমেরিকায়) একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে না চাই তাহলে আইনের কঠোর প্রয়োগ করে সম্ভাব্য সমস্যাসঙ্কুল এলাকাগুলোকে চিহ্নিত করে সেইসব উদার মার্কিন নাগরিকদের সাহায্য নিতে হবে যারা তাদের দেশকে রক্ষা করতে চায়।”

টেড ক্রুজের এ বক্তব্যের বিরুদ্ধে আমেরিকাসহ সারাবিশ্বে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। কোনো কোনো বিশ্লেষক মনে করছেন, রিপাবলিকান দলের অপর সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলার লক্ষ্যে ক্রুজ মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। ট্রাম্প এরইমধ্যে একাধিকবার মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে তীব্রভাবে বিতর্কিত হয়েছেন।-আইআরআইবি
২৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে