বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ০৬:১১:১৯

অত্যাধুনিক রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালাল ক্ষ্যাপা কিম

অত্যাধুনিক রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালাল ক্ষ্যাপা কিম

আন্তর্জাতিক ডেস্ক : একটি অত্যাধুনিক রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। যার ফলে পিয়ংইইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আরো শক্তিশালী হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কিম জং-উনের নির্দেশে এই ইঞ্জিনের পরীক্ষা চালানো হয়। পরীক্ষা সফল হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে কিম জানিয়েছেন, ‘শত্রু বাহিনীর ওপর নির্দয় আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আরো শক্তিশালী হবে।’

কঠিন-জ্বালানী চালিত রকেট সাধারণত সামরিক কাজে ব্যবহৃত হয়। যদিও তরল-জ্বালানি চালিত রকেট তুলনামূলক অনেক সহজে নিয়ন্ত্রণ করা যায়। দূরপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর এক সপ্তাহ পর রকেট ইঞ্জিনের এই পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দেশটি এরইমধ্যে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনেরও ঘোষণা করা হয়েছে।

পিয়ংইয়ংয়ের কাছে নানা মাত্রার স্বল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও এখন পর্যন্ত দেশটি কঠিন-জ্বালানী চালিত দূরপাল্লার বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নির্মাণ করেনি। আজকের রকেট ইঞ্জিন পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া এই ধরনের ক্ষেপণাস্ত্র নির্মাণের দিকে ধাবিত হচ্ছে বলে অনেক মনে করছেন।
২৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে