শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬, ০১:০৩:০০

হোলি উৎসবে নিহত ২৪

হোলি উৎসবে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক : রং মাখার আনন্দ মুহুর্তেই রূপ নিল বিষাদে। হোলি উৎসব কেড়ে নিল কমপক্ষে ২৪ জনের প্রাণ। কড়া নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতা থাকার পরও ভারতের উত্তর প্রদেশে ঘটল এই অঘটন।

শুক্রবার দেশটির পুলিশ জানিয়েছে, লক্ষ্ণৌতে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। বুলান্দশহরে অপর এক দুর্ঘটনায় আরো ৯ জন মারা গেছেন। বাকিদের মৃত্যু হয়েছে মারামারি অথবা মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে।

পুলিশ আরো জানিয়েছে, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায়। বেপরোয়া গতি ও মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে এসব দুর্ঘটনাগুলো ঘটে।

উত্তর প্রদেশের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামান্য ইস্যুতে কলহের সূত্রপাতের ঘটনাও বেশ কয়েকজন নিহত হওয়ার জন্য দায়ী।

রংয়ের উৎসব হোলিকেন্দ্রিক গাড়ি দুর্ঘটনায় প্রায় ২৫২ জন মানুষ আহত হয়েছেন। আহতদের অধিকাংশেরই মাথায় আঘাত লেগেছে অথবা হাত-পায়ের হাড় ভেঙে গেছে।

লক্ষ্ণৌর ট্রমা সেন্টারের স্নায়ুরোগ বিভাগ মাথায় আঘাতপ্রাপ্ত রোগীতে পূর্ণ হয়ে গেছে। আহত অধিকাংশই হেলমেট ছাড়া মোটরবাইকে চড়ার কারণে মাথায় আঘাত পেয়েছেন। অর্থো ওয়ার্ডগুলোও আহত রোগীতে পূর্ণ হয়ে গেছে বলে জানা গেছে।

অবশ্য প্রাদেশিক ডিরেক্টর জেনারেল অব পুলিশের সদরদপ্তর থেকে মৃতের সংখ্যা জানানো হয়েছে ১৪।
২৫ মার্চ, ২০১৬,এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে