শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬, ০২:০২:০১

কেরির গোপন ব্রিফকেস নিয়ে পুতিনের বিরল রসিকতা, কি আছে তাতে?

কেরির গোপন ব্রিফকেস নিয়ে পুতিনের বিরল রসিকতা, কি আছে তাতে?

আন্তর্জাতিক ডেস্ক : একটি ব্রিফকেস নিয়ে বিরল রসিকতায় মাতলের দুই নেতা। এদের একজন হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্যজন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এর সূত্রপাত হয় কেরির ওই ব্রিফকেসটি নিয়ে। এটি নিয়ে গভীর আগ্রহ দেখালেন পুতিন।

ক্রেমলিনে বৃহস্পতিবার কেরির সাথে বৈঠকে শেষে পুতিন বিস্ময় প্রকাশ করে বলেন, আমি যখন আপনাকে বিমান থেকে নামতে দেখলাম এবং আপনার মালামাল বহন করতে দেখলাম, আমি কিছুটা হতাশ হয়েছিলাম।

সিরিয়ার ভবিষ্যত নিয়ে তার মনোভাব বদলাতে ওই ব্রিফকেসে টাকা নিয়ে আসা হয়েছে কিনা- পুতিন এমন প্রশ্নও করেন রসিকতার ছলে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভাগ্য নিয়ে পুতিনের মত পরিবর্তনের জন্য কেরির এ দফার মস্কো সফর।

পুতিন বলেন, একদিকে এটা অত্যন্ত গণতান্ত্রিক, অন্যদিকে আমার মনে হলো যুক্তরাষ্ট্রের অবস্থা হয়তো খারাপ যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফকেসটা বহন করার মত লোকও নেই।

তিনি আরো বলেন, আবার কেউ হয়তো ভেবে বসতে পারে যে অর্থনীতি ভালোই চলছে,  বড় ধরনের কোনো ছাঁটাই নেই- কিন্তু এরপর আমার মনে হলো আপনার ব্রিফকেসে হয়তো এমন মূল্যবান কিছু আছে যেটা নিয়ে আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না।

কেরির দিকে তাকিয়ে বলছিলেন পুতিন বলনে, আপনি যা নিয়ে এসেছেন তা অবশ্যই টাকাকাড়ি, গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনি আমাদের আরো ভালোভাবে সামলাতে (টাকা ঘুষ দিতে) চান। এ সময় কেরিও হাসছিলেন।

কেরি বলেন, ব্যক্তিগত মুহূর্তে আমি আপনাকে দেখাব যে আমার ব্রিফকেসে কী  আছে। আমার ধারণা আপনি আনন্দের সাথে বিস্মিত হবেন।

পরে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রীয় টিভির এক সাংবাদিক জানতে চান, ব্রিফকেসে আসলে কী আছে। জবাবে কেরি কৌতূকের সুরে বলেন, এটা পুতিন আর আমার ব্যক্তিগত গোপনীয় ব্যাপার।
২৫ মার্চ, ২০১৬,এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে