শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬, ০৪:৩৮:১৭

সে দিন হেডলির বাড়িতে কেন গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী?

সে দিন হেডলির বাড়িতে কেন গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী?

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গিয়েছিলেন ডেভিড হেডলির বাড়িতে। হেডলির বাবার মৃত্যুর পরই নাকি তিনি সেখানে গিয়েছিলেন। অাদালতের জেরায় এমনটাই তথ্য জানিয়েছেন হেডলি। হেডলির বাবা রেডিও পাকিস্তানের ডিরেক্টর অফ জেনারেল ছিলেন, এছাড়াও ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাসের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০০৮ সালে তার মৃত্যু হয়।

এছাড়া হেডলির সৎ ভাই ড্যানিয়েল কাজ করতেন প্রধানমন্ত্রী গিলানির অফিসে। তার লস্কর যোগের কথা তার বাবাও জানতেন বলে জানিয়েছে হেডলি। ১৯৭১ সালে পাকিস্তানে তার স্কুলে বোমা ফেলেছিল ভারতীয় বিমানবাহিনী। সেই থেকে ভারতকে ঘৃণা করে মার্কিন সন্ত্রাসবাদী ডেভিড হেডলি। জেরায় আদালতে একথা জানাল সে।

জেরায় হেডলি জানিয়েছে, ‘ছোটবেলা থেকেই ভারত আর ভারতীয়দের ঘৃণা করি। চেয়েছিলাম সর্বোচ্চ ক্ষতি হোক ভারতের।’ হেডলি আরো জানিয়েছে, ১৯৭১-এর ৭ ডিসেম্বর পাকিস্তানে তার স্কুলে বোমা ফেলে ভারতীয় বিমান। ধ্বংস হয়ে যায় স্কুল ও মৃত্যু হয় ওই স্কুলের কর্মীদের। তখন হেডলির বয়স ১১ বছর।

হেডলির বাবা পাকিস্তানি ও মা আমেরিকান। হেডলির পড়াশোনা পাকিস্তানে। ১৬ বছর বয়সে আমেরিকা চলে যায় সে। ২০০২ সালে লস্করের সঙ্গে যুক্ত হয় হেডলি। ২০০৯ সালে আমেরিকায় গ্রেফতার করা হয় তাকে। তার গ্রেফতারির শর্ত ছিল সে গোপন তথ্য দেবে, তার বদলে তাকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেয়া হবে তাকে।

২৬/১১-য় মুম্বাই হামলার ঘটনায় আমেরিকায় ৩৫ বছরের জেল হয়েছে হেডলির।
২৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে