শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬, ০৫:০৭:৫৭

হামলাকারী সন্দেহে ৬ জনকে গ্রেফতার

হামলাকারী সন্দেহে ৬ জনকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ এবং একটি মেট্রো স্টেশনে অপর একটি বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন। এই হামলার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে পাঁচজনকে ব্রাসেলস থেকে এবং আরেক সন্দেহভাজনকে রাজধানী সংলগ্ন শহরতলি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে দুজনকে বিমানবন্দর ও মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ থেকে সনাক্ত করেছে পুলিশ। পাশাপাশি, ব্রাসেলস লাগোয়া বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি। এদিকে, আমেরিকার সন্ত্রাস দমন শাখার নজরে ছিল ব্রাসেলস-হামলায় জড়িত দুই আত্মঘাতী জঙ্গি সহোদর খালিদ ও ইব্রাহিম বাকরৌয়ি।

এদিকে, আত্মঘাতী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল রাতে ব্রাসেলসে প্লেস ডি লা বোর্সে সমবেত হয়েছিলেন অসংখ্য মানুষ।  জাতীয় শোকদিবস পালনের তৃতীয় দিনে বেলজিয়ামের নাগরিকরা এক মিনিট নীরবতা পালন করেন।

অন্যদিকে, প্যারিস হামলায় চক্রী সন্দেহে গ্রেফতার সালাহ আবদেসলাম গোয়েন্দা জেরায় জানিয়েছে, ব্রাসেলসে হামলার ব্যাপারে সে কিছুই জানত না। পুলিশ গত শুক্রবার ব্রাসেলসে আবদেসলামকে গ্রেফতার করে।
২৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে