শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬, ০৬:৩২:০৭

এবার ভারতের হাই কমিশনারকে পাকিস্তানে তলব

এবার ভারতের হাই কমিশনারকে পাকিস্তানে তলব

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হাই কমিশনারকে তলব করল পাকিস্তানের সরাষ্ট্রমন্ত্রনালয়। পাকিস্তান থেকে ভারতের ‘র’ এজেন্ট গ্রেফতার হওয়ার পরিপ্রেক্ষিতেই ভারতের হাই কমিশনার গৌতম বাম্বাওয়ালেকে তলব করল পাকিস্তানের সরাষ্ট্রমন্ত্রনালয়।

জানা গিয়েছে, শুক্রবারই ভারতের হাই কমিশনার গৌতম বাম্বাওয়ালেকে এ কারণে তলব করেছে পাকিস্তানের সরাষ্ট্রমন্ত্রনালয়। এদিন পাকিস্তানের সরাষ্ট্রমন্ত্রনালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'পাকিস্তানে এক ‘র’ এজেন্টের বেআইনি প্রবেশ এবং বেলুচিস্তান ও করাচিতে তার নাশকতামূলক কাজকর্মে আমরা উদ্বিগ্ন এবং এর প্রতিবাদ জানাতেই আজ ভারতের হাই কমিশনারকে পাকিস্তানের বিদেশ সচিব তলব করেছেন।’

বৃহস্পতিবার পাকিস্তান যাকে গ্রেফতার করেছে, তাকে ভারতের ‘সরকারি কর্মকর্তা’ বলে সনাক্ত করেছেন বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ বুগতি। তিনি জানান, গ্রেফতারকৃত ভারতের ‘সরকারি কর্মকর্তা’র নাম, কুল যাদব ভূষণ। তিনি ভারতীয় নৌ-বাহিনীতে কম্যান্ডার ছিলেন এবং ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর হয়ে কাজ করছিলেন। কুল যাদব ভূষণ বেলুচের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগাযোগ করছিলেন এবং বেলুচিস্তানের জঙ্গি কার্যকলাপে উস্কানি দিচ্ছিলেন বলে বুগতির অভিযোগ।

যদিও গতকাল কোথা থেকে কুল ভূষণকে গ্রেফতার করা হয় তা স্পষ্ট করেননি বুগতি। তবে আফগানিস্তান সীমান্তের কাছে বেলুচিস্তানের চামান এলাকা থেকে কুল ভূষণকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, এর আগেও বালুচিস্তান এবং করাচিতে ভারত হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগে করেছিল পাকিস্তান। তবে ‘র’ এজেন্টের বিরুদ্ধে অভিযোগের ঘটনা এটাই প্রথম। যদিও পাকিস্তানের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ভারত।
২৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে