শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ১০:০৭:০৮

আইএসের সেকেন্ড ইন কমান্ড নিহত, আমেরিকা নীরব কেন?

আইএসের সেকেন্ড ইন কমান্ড নিহত, আমেরিকা নীরব কেন?

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা নিয়ন্ত্রণকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সেকেন্ড ইন কমান্ড নিহত হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিশেষ বাহনীর অভিযানে আবদুল রহমান মুস্তফা আল কাদুলি নিহত হন।

ইরাকি তুর্কমেন বংশোদ্ভূত শীর্ষ এই জঙ্গি নেতাকে আইএস’র স্বঘোষিত খলিফা ওমর আল বাগদাদীর পরবর্তী উত্তরসূরী হিসেবে ভাবা হচ্ছিল। তিনি ইরাকে হাজি ইমাম নামে পরিচিত মারা গেছেন। এর আগে কাদুলির মাথার ওপর ৭০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষা অ্যাশ কার্টার ও চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ (মেরিন) জেনারেল জোসেফ ডোনাল্ড হাজি ইমামের মৃত্যুর বিষয়টি সম্পর্কে বিস্তারিত ব্রিফ করবেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তারা নীবর রয়েছে।

২০১৪ সালে বিমান হামলায় আইএস-এর নেতা আবু বকর আল বাগদাদি আহত হওয়ার পর সাময়িকভাবে জঙ্গিগোষ্ঠীটির প্রধানের দায়িত্ব পালন করেন হাজি ইমাম।

তার মৃত্যু জঙ্গিগোষ্ঠীটির জন্য একটি বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কয়েকদিন আইএস এর সামরিক শাখার প্রধান আবু ওমর আল চেচেনের মৃত্যুর খবর নিশ্চিত করে জঙ্গি সংগঠনটি।

এছাড়া সম্প্রতি সিরিয়ার সামরিক বাহিনী ঐতিহাসিক প্রাচীন নগরী পালমিরা থেকে আইএসকে হটিয়ে দেয়। গত বছর পালমিরা দখল করে সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো আইএস। প্রাচীন বহুমূল্য পুরাকীর্তি ধ্বংস ও লুটপাট করা ছাড়াও তারা হত্যা করে প্রাচীন নগরীটির প্রধান প্রত্নতত্ত্ববিদকে।
২৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে