শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ০১:০৪:২১

চার বছরের শিশু পুলিশ হেফাজতেই থাকতে চাচ্ছে, কি তার কারণ?

চার বছরের শিশু পুলিশ হেফাজতেই থাকতে চাচ্ছে, কি তার কারণ?

অান্তর্জাতিক ডেস্ক : চার বছর বয়সী এক শিশু ভারত ও পাকিস্তানে তৈরি করেছে নতুন এক বিতর্ক। পাশাপাশি শিশুটির বাবা-মায়ের মধ্যেও চলছে এ নিয়ে দ্বন্দ্ব। ঘটনার মূলে রয়েছে ইফতেখার আহমেদ নামে চার বছর বয়সী এক শিশু।

জানা গেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের গান্দেরবাল শহরের একটি কারাগারের পুলিশ হেফাজতে পাঁচ দিন ধরে রয়েছে ওই শিশুটি। ওই শিশুটিকে পুলিশ গ্রেপ্তার করেনি কিন্তু শিশুটির বাবা গুলজার আহমেদ তন্ত্রয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশু ইফতেখার আহমেদ তার বাবকে ছেড়ে যেতে অস্বীকার করে পুলিশ হেফাজতেই থাকতে চেয়েছে। তন্ত্রয় গান্দেরবাল শহরেই বেড়ে উঠেছেন কিন্তু ১৯৯০ সালে তিনি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চলে যান।

তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিদ্রোহীদের অস্ত্র প্রশিক্ষণ দিতেন, যেটি ভারতীয় আইনের পরিপন্থী। তন্ত্রয় গত বৃহস্পতিবার তাঁর শিশু ইফতেখারকে নিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আসেন এবং শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

অপরদিকে শিশু ইফতেখারের মা রোহিনি কায়ানি পাকিস্তানি নিয়ন্ত্রিত কাশ্মীরে থেকেই অভিযোগ করেছেন যে তাঁর স্বামী তার সন্তানকে অপহরণ করে ভারতে পালিয়ে গেছেন।
২৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে