শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ০১:২৮:৩৬

হজ নিয়ে ব্যবসা করার পরিকল্পনা করছে সৌদি আরব

হজ নিয়ে ব্যবসা করার পরিকল্পনা করছে সৌদি আরব

হজ নিয়ে ব্যবসা করবে সৌদি আরব?
আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র হজ নিয়ে ব্যবসা করবে সৌদি আরব। হজ খাতকে জাতীয় আয়ের প্রধান উৎসে পরিণত করার পরিকল্পনা করছে দেশটির রাজা সালমান বিন আব্দুল আজিজ। এ খাত থেকে বছরে ৫৩০ থেকে ৬১০ কোটি ডলার সমপরিমাণ অর্থ আদায় করে থাকে রিয়াদ।

সৌদি গ্যাজেটের এক খবরে বলা হয়েছে, অধিক সংখ্যক হজযাত্রীর কারণে তেল ও গ্যাসের পরেই দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আয়ের উৎস হয়ে উঠেছে পবিত্র হজ এবং এটি একটি শিল্পখাতের মতই রমরমা হয়ে উঠেছে।

পবিত্র হজের সময়ে ২০ লাখ মুসলমান পবিত্র মক্কাশরীফ ভ্রমণ করে থাকেন। ২০২০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে ২৭ লাখে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে, হজ এবং উমরাহ্‌র প্রবৃদ্ধির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। তরুণ সৌদিদের জন্য এ খাতে চাকরির সংস্থান করারও অনেক সুযোগ রয়েছে বলে খবরে বলা হয়েছে।

এদিকে, তেলের দাম কমে যাওয়ায় সৌদি আরব শিগগিরই অর্থ ঘাটতিতে পড়বে বলে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বাজেট ঘাটতির মুখে পড়ছে সৌদি আরব এবং চলতি বছরে এর পরিমাণ ৮৭০০ কোটি ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি সরকার এরই মধ্যে ব্যয় কমানোর কঠোর পদক্ষেপ নিয়েছে এবং বিদেশি সংস্থার কাছ থেকে ঋণ নেয়ার উদ্যোগ নিয়েছে।
২৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে