শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ০৫:১১:৫০

আমেরিকান মুসলমানদের সম্পর্কে চমকপ্রদ সাতটি তথ্য

আমেরিকান মুসলমানদের সম্পর্কে চমকপ্রদ সাতটি তথ্য

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লড়াইয়ে মুসলিমদের নিয়ে বাকযুদ্ধ এখন চরমে।  রিপাবলিকান দলের প্রার্থীদের কয়েকজন মুসলিমবিরোধী বক্তব্য দিয়ে মাঠ গরম করে তুলেছেন।  এর মূলে রয়েছেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।

তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।  অন্যরা বলছেন, মুসলিমদের ওপর সতর্ক নজর রাখতে করতে হবে, যাতে তারা উগ্রবাদী হতে না পারে।

অবশ্য ডেমোক্র্যাটরা মুসলিমবিদ্বেষী বক্তব্য থেকে বিরত রয়েছেন।
মার্কিন টিভি স্টেশন ‘পিবিএস’ আমেরিকান মুসলিমদের সম্পর্কে কিছু বিরল তথ্য উপস্থাপন করেছে।

১. পিউ রিসার্চের গবেষণা অনুসারে, বর্তমানে আমেরিকায় মুসলমানের সংখ্যা ৩৩ লাখ।  দেশটির মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ।  ২০৫০ সাল নাগাদ মুসলিম জনসংখ্যা দ্বিগুণ হবে।

২. মিশিগানের হামট্রামক যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

৩. নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেসের দুই সদস্য ইসলাম ধর্মের অনুসারী।  তারা হলেন কেইথ ইলিসন এবং অ্যান্ড্রে কারসন।  দুজনই ডেমোক্র্যাট দলীয়।


৪, এবিসি নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৫৯০০ কর্মরত সদস্য নিজেদের মুসলিম বলে পরিচয় দিয়েছে।

৫. নিউইয়র্ক শহরের ৯০০ পুলিশ কর্মকর্তা মুসলিম।  এ তথ্য রয়টার্স ও এপির।

৬. ২০১৫ সালে সালে ৮১ জন আমেরিকান মুসলিম সহিংস চরমপন্থায় জড়িয়েছিল।

৭. ১৮ ভাগ আমেরিকান মুসলিম নিয়মিত ধর্মীয় বৈষম্যের অভিযোগ তুলেছেন।   
২৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে