শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ০৮:৩৩:১৫

মাত্র সাড়ে ৪ ঘণ্টায় নিউইয়র্ক!

মাত্র সাড়ে ৪ ঘণ্টায় নিউইয়র্ক!

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কগামী বিমান যদি কোথাও না থেমে উড়ে তা হলেও প্রায় ১৬ ঘণ্টা সময় নেবে গন্তব্যে পৌঁছতে।  কিন্তু এই সুপারসনিক জেটে মাত্র সাড়ে চার ঘণ্টায় মুম্বাই থেকে এই দূরত্ব অতিক্রম করতে পারবেন। কনকর্ড যেখানে এখনো প্রোটোটাইপ তৈরিতে ব্যস্ত, সে সময় নতুন সংস্থা বুম সুপারসনিকের বাজারে আলোড়ন ফেলতে তৈরি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

১১ জন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার মিলে এই নতুন জেট সংস্থা তৈরি করেছেন। অন্যান্য দ্রুতগামী জেটের তুলনায় অনেক সস্তায় টিকিটের মূল্য ধার্য করা হয়েছে।  ভারতীয় মুদ্রায় যার দাম হবে প্রায় ৩ লাখ ৩৫ হাজার টাকা।  যদিও মূলধন এখনও একটি বড় প্রতিবন্ধকতা।  তবে শোনা যাচ্ছে সিলিকন ভ্যালির বিলিয়নেয়াররা এই প্রোজেক্টে বিনিয়োগে রাজি হয়েছেন।  এর সঙ্গে ভার্জিন গ্রুপও প্রয়োজনীয় সাপোর্ট দিচ্ছে।

ভার্জিন গ্রুপের এক মুখপাত্র জিনিয়েছেন, একটি স্পেসশিপ প্রস্তুতকারক সংস্থা এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করছে।  ডিজাইন থেকে কারিগরি সহায়তা সবই দিচ্ছে তারা।  আপাতত সফল পরীক্ষার অপেক্ষায়।  

আশা করা যাচ্ছে, আগামী বছরের গোড়ায় এই প্রোজেক্ট বাস্তবের মুখ দেখবে। ৪০ আসনবিশিষ্ট এই বিমান তৈরির পেছনে যারা রয়েছেন, তাদের নাসার সঙ্গে দীর্ঘ দিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

তারা দাবি করেছেন, বিমান শব্দের থেকে প্রায় আড়াই গুণ জোরে ছুটবে। ঘণ্টায় গতিবেগ দাঁড়াবে প্রায় ৩২১০ কিমি। যাতে নিউইয়র্ক থেকে লন্ডন পৌঁছতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা।  টোকিও থেকে সান ফ্রান্সিসকো পৌঁছতে সময় লাগবে সাড়ে ৪ ঘণ্টা।
২৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে