শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ১১:৫৫:৪৫

টাকা নেই, কিন্তু সারা দুনিয়ায় সেই কৃষকের মেয়ে!

টাকা নেই, কিন্তু সারা দুনিয়ায় সেই কৃষকের মেয়ে!

আন্তর্জাতিক ডেস্ক : চীনে বেড়াতে যাওয়ার স্বপ্ন ছিল মেয়েটির৷ কিন্তু সামর্থ্য ছিল না৷ দুধের সাধ ঘোলে মেটাতে ফটোশপকেই হাতিয়ার করেছিলেন৷ চীনের প্রাচীরের সামনে নিজের ছবি সেঁটে দিয়েছিলেন৷ কিন্তু কে জানত, এ খামখেয়ালিপনাই তাকে একদিন এনে দেবে চীনে যাওয়ার সুযোগ!

ফটোশপের ছবির কারণে যে নেটদুনিয়ায় মজার খোরাক হয়েছিলেন তিনি, সেই ইন্টারনেটই তাকে শেষমেশ পৌঁছে দিচ্ছে তার স্বপ্নের দেশে৷

কেনিয়ার বাসিন্দা সিভলিন গ্যাট৷ সারা দুনিয়া ঘুরে বেড়ানোর স্বপ্ন তার৷ কিন্তু স্বপ্ন সত্যি করার মতো রসদ ছিল না৷ হাতে ছিল ফটোশপ৷ সঙ্গী পেলেন কিছু সহকর্মীকে৷ তারাই সিভের স্বপ্নপূরণ করতেন৷ চীনের প্রাচীর থেকে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়ানো কিংবা ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তাজমহলের প্রেক্ষাপটে ছবি তোলা-সব সাধই পূরণ করেছিল ফটোশপ৷

সে ছবি ইন্টারনেটে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে চলছিল তুমুল হাসিমজা৷ সেসব অবশ্য গায়ে মাখেননি সিভ৷

যে ইন্টারনেট তাক মজার খোরাক বানিয়েছিল, সেই ইন্টারেনটই তার স্বপ্নপূরণের ব্যবস্থা করে দিল৷ তার এই স্বপ্নের কথা জানতে পেরে কেনিয়ার এক ব্যবসায়ী তাকে চীনে বেড়াতে নিয়ে যাচ্ছেন৷

সাম ঘিচারু নামে ওই ব্যবসায়ী জানিয়েছেন, তিনি নিজে স্বপ্ন দেখতে ভালোবাসেন৷ আর তাই সিভের স্বপ্ন তাকে নাড়া দিয়েছে৷ সিভের বাবা কৃষক৷ তাই তার সামর্থ্য নেই৷ কিন্তু মি. ঘিচারুর আছে৷ আর তাই একজন স্বপ্নদেখা মানুষ হিসেবে আর এক স্বপ্নদেখা মানুষকে তিনি স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছে দিতে চাচ্ছেন৷

নেটদুনিয়ার হাসিমজা আখেরে শাপে বর হলো সিভলিনের কাছে৷ স্বপ্নের চীনে বেড়াতে যাওয়ার জন্য এখন পাসপোর্ট তৈরিতে ব্যস্ত তিনি৷ সূত্র : সংবাদ প্রতিদিন
২৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে