রবিবার, ২৭ মার্চ, ২০১৬, ০৭:১৮:১৪

যুক্তরাষ্ট্র নামে কোনো দেশ থাকবে না, ভিডিওতে উ. কোরিয়ার পারমাণবিক হামলার হুমকি

যুক্তরাষ্ট্র নামে কোনো দেশ থাকবে না, ভিডিওতে উ. কোরিয়ার পারমাণবিক হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে পারমাণবিক বোমা হামলা করতে মুখিয়ে আছে উত্তর কোরিয়া।  তার আরেকটি প্রমাণ পাওয়া গেল এবার।  উত্তর কোরিয়া একটি প্রচারনামূলক ভিডিও প্রকাশ করেছে অনলাইনে।  সেখানে যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার কাল্পনিক দৃশ্য ফুটিয়ে তুলে হুমকি দেয়া হয়েছে।

চার মিনিটের ভিডিওটির নাম দেয়া হয়েছে ‘লাস্ট চান্স’ বা ‘শেষ সুযোগ’। ভিডিওতে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস তুলে ধরা হয়েছে।
এখানে ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধের ফুটেজ রয়েছে।  

১৯৬৮ সালে উ. কোরিয়ার আটক করা একমাত্র মার্কিন রণতরি ইউএসএস পুয়েবলো এবং ১৯৯৪ সালে গুলি করে ভূপাতিত করা একটি মার্কিন হেলিকপ্টারের ফুটেজও রয়েছে।  ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বেশকিছু ফুটেজ রয়েছে ভিডিওতে।

ভিডিওর শেষ দিকে কম্পিউটার এনিমেশনের মাধ্যমে দেখানো হয়, উ. কোরিয়ার সাবমেরিন থেকে ছোড়া হচ্ছে একটি পারমাণবিক বোমা।  সেটা গিয়ে আঘাত হানছে ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালের সামনের রাস্তায়।  শুরু হচ্ছে ব্যাপক ধ্বংসযজ্ঞ।

ভিডিও'র শেষে স্ক্রিনে দেখা যাবে একটি বার্তা।  সেখানে লেখা, ‘বেছে নাও যুক্তরাষ্ট্র।  যুক্তরাষ্ট্র নামের কোনো দেশ পৃথিবীর বুকে আদৌ থাকবে কি না সেটা নির্ভর করছে- কোন পথ তোমরা বেছে নেবে।

রোববার উত্তর কোরিয়ার ইউটিউব চ্যানেল ডিপিআরকে থেকে ভিডিওটি অনলাইনে প্রকাশ করা হয়েছে।  ভিডিওতে সতর্কতা দিয়ে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালাতে একটুও দ্বিধাবোধ করবে না।   যুক্তরাষ্ট্রের পতাকা আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার দৃশ্যের মাধ্যমে শেষ হয় ভিডিওটি।

উত্তর কোরিয়া নিয়ে চলতি বছর থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় আন্তর্জাতিক মহল। জাতিসংঘের বেশ কয়েকটি নিষেধাজ্ঞা অমান্য করে তারা ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।  দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র মিলে হুঁশিয়ারি উচ্চারণ করলেও তাতে ভ্রুক্ষেপ করছে না উত্তর কোরিয়া।
২৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে