রবিবার, ২৭ মার্চ, ২০১৬, ০৭:৩০:২৪

মেজাজ হারিয়ে সু চি, আমাকে কেউ বলেনি আমার সাক্ষাৎকার নেবে একজন মুসলমান

 মেজাজ হারিয়ে সু চি, আমাকে কেউ বলেনি আমার সাক্ষাৎকার নেবে একজন মুসলমান

আন্তর্জাতিক ডেস্ক : বিবিসি রেডিওকে দেয়া সাক্ষাৎকারের সময় রোহিঙ্গা ইস্যুতে মেজাজ হারিয়ে ফেলেছিলেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চি।  সু চি বলেছেন, আমাকে কেউ বলেনি একজন মুসলমান আমার সাক্ষাৎকার নেবে।

নতুন প্রকাশিত একটি বইয়ের বরাত দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, বিবিসি টুডের সঞ্চালক মিসাল হুসাইনকে দেয়া সাক্ষাৎকারের সময় সু চি রেগে যান। তিনি বলতে থাকেন, আমাকে কেউ বলেনি, একজন মুসলমান আমার সাক্ষাৎকার নেবে'।
 
সু চির সাম্প্রদায়িক মন্তব্য প্রচার করা থেকে বিরত থাকে বিবিসি।  মিয়ানমারে মুসমানবিদ্বেষী মনোভাবের নিন্দা জানাতে মিসাল হুসাইন সু চি-কে আহ্বান জানালে মেজাজ হারান তিনি।  ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতা সু চি গত ৮ নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়।
 
পিটার পপহ্যামের লেখা, 'দ্য লেডি এন্ড দ্য জেনারেলস : অং সাং সু চি এন্ড বার্মাস স্ট্রাগল ফর ফ্রিডম' বইয়ে শান্তিতে নোবেল বিজয়ী এই নেত্রীর এমন সাম্প্রদায়িক মনোভাবের কথা প্রকাশ করা হয়েছে।  পাকিস্তানি বংশোদ্ভূত ৪৩ বছর বয়সী মিসাল হুসাইন বিবিসি রেডিও-৪ এর টুডে অনুষ্ঠানের প্রথম মুসলমান সঞ্চালক।
 
সাক্ষাৎকার চলাকালে সু চি-কে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের নিন্দা জানাতে মিসাল বারবার আহ্বান জানালেও তা অস্বীকার করেন সু চি।  দীর্ঘদিন গৃহবন্দী থাকা এই নেত্রী বলেন, অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন কারণে এ দেশ ছেড়ে চলে গেছেন... স্বৈরাচারী শাসনের ফলাফল এটি।
 
২০১২ সালে সাম্প্রদায়িক সংঘাত শুরু হওয়ার পর পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান পালিয়ে যেতে বাধ্য হন।  সেখানে গণহত্যার প্রমাণ থাকার কথা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন।  নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষ না নেয়ায়  তীব্র সমালোচনার মুখে সু চি।
 ২৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে