সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ০৩:২৯:৫২

কংগ্রেস বাংলাদেশীদের সোনার প্লেট দিয়েছে : মোদি

কংগ্রেস বাংলাদেশীদের সোনার প্লেট দিয়েছে : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশিদের নিয়ে ফের হুশিয়ারী দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের রাজ্য আসামের নির্বাচনী প্রচারে গিয়ে বাংলাদেশি অভিবাসী নিয়ে সরব হয়েছেন তিনি। কংগ্রেস বাংলাদেশি অভিবাসীদের জন্য সোনার প্লেট এগিয়ে দিয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার আসামের লখিমপুর জেলার নারায়ণপুরে এক নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। গতকাল আসামের বাংলা দৈনিক যুগশঙ্খ এ খবর প্রকাশ করেছে। মোদি বলেন, ভারতে নতুন করে অভিবাসী আসা বন্ধ করতে যেমন তার সরকার ব্যবস্থা নিচ্ছে, তেমনি আসামে থাকা অভিবাসীদের নিজের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

মোদি অভিযোগ করেছেন, আসামের কংগ্রেস সরকার সব সময়ই বাংলাদেশিদের চেয়েছে। তাদের কংগ্রেস নিজের মনে করে। তারা বাংলাদেশিদের জন্য সোনার প্লেট এগিয়ে দিয়েছে, অথচ আদিবাসী মানুষের যেটুকু ছিল সেটিও কেড়ে নিয়েছে। মোদির মতে, বাংলাদেশি অভিবাসীদের প্রতি কংগ্রেসের অফুরান ভালোবাসা রয়েছে।

আসামে এই বিধানসভা নির্বাচনে সন্দেহভাজন বাংলাদেশি হিসেবে এক লাখ ৩৬ হাজার ভোটার অংশ নিতে পারবেন কিনা সেটাই একটি জ্বলন্ত প্রশ্ন হয়ে উঠেছে। ভারতের নির্বাচন কমিশন ১৯৯৭ সাল থেকে এসব ভোটারকে কালো তালিকাভুক্ত করে রেখেছে। অথচ তাদের অধিকাংশই হিন্দু হিসেবে বিজেপির ভোট ব্যাংক বলে মনে করা হয়। এদের একটি ক্ষুদ্র অংশই কেবল ভোটারের মর্যাদা ভোগ করছে।

২৮ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে