সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ০৪:৩৫:১৬

আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানে মৃত ৬৫

আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানে মৃত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক : আবারো আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠলো পাকিস্তান। এই হামলায় ৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, আহত শতাধিক। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। যার অধিকাংশই শিশু ও মহিলা।

পাকিস্তানের সংবাদমাধ্যমের সূত্রে, লাহোরের ইকবাল টাউনে অবস্থিত গুলশান-ই-ইকবাল নামক পার্কে আত্মঘাতী বোমা হামলা হয়েছে রোববার সন্ধ্যায়। ইকবাল টাউনের পুলিশের এসপি ড. মুহাম্মদ ইকবাল বলেন, পার্কটি শিশুদের জন্য। সেখানেই আত্মঘাতী বোমা হামলাটি হয়েছে। এ পার্কে শিশু ও মহিলারাই বেশি বেড়াতে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পার্কের সব জায়গায় ছোপ ছোপ রক্ত ও মানুষের ছিন্ন-বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। আহত ও নিহতরা মাঠের এদিক ওদিক পড়ে আছে। দেশটির সরকারের পক্ষ থেকে সকল সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।
২৮ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে