সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ০৮:৪৭:৩৭

সৌদি আরব কি বন্ধুহীন হয়ে পড়ছে?

সৌদি আরব কি বন্ধুহীন হয়ে পড়ছে?

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। পত্রিকাটি বলছে, সেই সঙ্গে দেশটি মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর চেষ্টাও বিফলে গেছে। ঘনিষ্ট মিত্র এই আরব দেশটিকে ব্যর্থ আখ্যা দেয়ার চেষ্টা করছে পশ্চিমারা। এর মাধ্যমে আসলে তারা কি করতে চায়?

এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে এক বছর ধরে হামলা চালিয়েও সৌদি সরকার তার প্রধান লক্ষ্য তথা ক্ষমতাচ্যুত মানসুর হাদিকে ইয়েমেনে পুনরায় ক্ষমতাসীন করতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনে সৌদি হামলা চলতে থাকায় আল-কায়দা ও আইএস লাভবান হচ্ছে।

সৌদি হামলা অব্যাহত থাকা সত্ত্বেও ইয়েমেনের রাজধানী সানা, মধ্য ইয়েমেন ও উত্তর ইয়েমেনের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরানের সমর্থিত বিদ্রোহী গ্রুপ আনসারুল্লাহ এবং গণ-কমিটি সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর জোট।

এদিকে ত্রাণ সংস্থা অক্সফাম বলেছে, ইয়েমেনে সংঘাত চলতে থাকায় বর্তমান বিশ্বে মানবীয় ত্রাণ-চাহিদা পূরণের সবচেয়ে বড় দাবি মেটানো জরুরি হয়ে পড়েছে।

ইয়েমেনের এক কোটি ৪৪ লক্ষ মানুষ এখন ক্ষুধার্ত এবং খাদ্যের দাম ব্যাপক মাত্রায় বেড়ে যাওয়ায় তাদের বেশির ভাগই চড়া দাম দিয়ে খাদ্য কিনতে সক্ষম নয়। ইয়েমেনের ক্ষেত-খামার ও বাজারগুলো সৌদি হামলায় ধ্বংস হয়ে গেছে এবং ব্যাংকসহ নানা ক্ষেত্রে অঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর থাকায় ইয়েমেনে পণ্য আমদানি বন্ধ রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। দীর্ঘ মেয়াদি জ্বালানী সংকটের কারণে ইয়েমেনে কৃষি উৎপাদনে ধস নেমেছে বলেও সংস্থাটি উল্লেখ করেছে।

ওদিকে জাতিসংঘ ইয়েমেনে ত্রাণ সহায়তা দিতে দাতা দেশগুলোর কাছে অর্থের আবেদন জানিয়েও কোনো সাড়া পায়নি। ইয়েমেনে সৌদি হামলায় হাজার হাজার বেসামরিক ইয়েমেনি নিহত হতে থাকায় সম্প্রতি সৌদি সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে ব্রিটেন ও ইউরোপীয় জোটের ওপর চাপ জোরদার হয়েছে।

গত ১৫ মার্চ ইয়েমেনের হাজ্জা প্রদেশে একটি জনাকীর্ণ বাজারের ওপর সৌদি বিমান হামলায় ১১৯ জন ইয়েমেনি নিহত হলে জাতিসংঘসহ বিশ্ব সমাজ সৌদি হামলার নিন্দা জানায়। ওই হামলায় নিহতদের অনেকেই ছিল নারী ও শিশু।

সৌদি সরকার ইয়েমেনে যুদ্ধ-অপরাধে জড়িত বলেও মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে অভিযোগ ও আশঙ্কা ক্রমেই জোরদার হচ্ছে।
২৮ মার্চ ২০‌১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে