সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ০১:২৩:৪৮

৩৫ বছর বয়সে কুরআন মুখস্ত করে বিশ্বকে চমকে দিলেন এক নওমুসলিম

৩৫ বছর বয়সে কুরআন মুখস্ত করে বিশ্বকে চমকে দিলেন এক নওমুসলিম

আন্তর্জাতিক ডেস্ক: ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব তা আরেকবার প্রমাণ করলেন ইউক্রেনের নওমুসলিম নারী ওরা ফাতেমাভ। ৩৫ বছর বয়সে পূর্ণ কোরআন মুখস্থ করে বিশ্বকে চমকে দিলেন তিনি।

১৭ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহন করা ফাতেমাভ ইউক্রেনের প্রথম নারী হাফেজ। এমনকি তিনিই ইউক্রেনের প্রথম নারী হাফেজ

সম্প্রতি সিঙ্গাপুরের জনপ্রিয় নারী বিষয়ক ওয়েবসাইট www.aquila-style.com এমনই একটি সংবাদ দিয়েছে। খবরে বলা হয়, ৩৫ বছর বয়সী ওরা ফাতেমাভ হলেন ইউক্রেনের প্রথম নারী, যিনি সম্পূর্ণ কোরআনে কারিম মুখস্থ করতে সক্ষম হয়েছেন।

এ বিষয়ে ওরা ফাতেমা বলেন, ‘ইউক্রেনের ভাষা এবং আরবি ভাষার মাঝে পার্থক্য অনেক বেশি, তাছাড়া সময়ের স্বল্পতাসহ অন্যান্য সমস্যার কারণে কখনই ভাবিনি যে, পূর্ণ কোরআন শরীফ আমি মুখস্থ করতে সক্ষম হব। তার পরও এটা সম্ভব হয়েছে আল্লাহতায়ালার অশেষ কৃপায়। এ জন্য অামি আল্লাহতায়ালার দরবারে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ওরা ফাতেমাভ দুই সন্তানের জননী। তিনি অন্য নও মুসলিমদেরকেও কোরআন শিক্ষার ব্যাপারে সহযোগিতা ও উৎসাহ প্রদান করে থাকেন। এছাড়া তিনি নওমুসলিমদের কল্যাণে বিভিন্ন দাতব্য ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
২৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে