সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ০৩:৪৩:০৪

তসলিমার পক্ষে রায় দিল আদালত

তসলিমার পক্ষে রায় দিল আদালত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভিসা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের আগস্টে ভিসার মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করার পর আদালত তসলিমার পক্ষেই দাড়ালো। চলতি বছরের আগস্টে শেষ হচ্ছে তার ভিসার মেয়াদ।

তসলিমা নাসরিন ফরেনার্স অ্যাক্টের সুনির্দিষ্ট কিছু বিধি লঙ্ঘন করেছেন এমন দাবি করে তার ভিসা বাতিল করতে সুপ্রিম কোর্টের কাছে ওই আবেদন করা হয়েছিল।

বেসরকারি একটি সংগঠন এর আগে দিল্লি হাই কোর্টেও একই আবেদন করে। ২০১৫ সালের সেপ্টেম্বরে দিল্লি হাই কোর্ট সেই আবেদন প্রত্যাখ্যান করেন।

উল্লেখ্য, ইসলাম ধর্মকে অবমাননা করে লেখা একটি উপন্যাসের কারণে তসলিমা নাসরিনকে হত্যার হুমকি দেয়া হয় বাংলাদেশে। তারপর ১৯৯৪ সাল থেকে তিনি নির্বাসিত জীবন যাপন করছেন।
২৮ মার্চ ২০‌১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে