সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ০৬:০৬:০১

সবচেয়ে ধনী মন্ত্রী কে, জানেন?

সবচেয়ে ধনী মন্ত্রী কে, জানেন?

আন্তর্জাতিক ডেস্ক : মুখ্যমন্ত্রীর জীবনযাপন একেবারেই সাধাসিধে।  সম্পদও বিশেষ নেই।  ব্যাঙ্কে কয়েক মাত্র লাখ টাকা, কয়েক হাজারের গয়না ছাড়া গাড়ি-বাড়ি কিছুই নেই।  কিন্তু তার মন্ত্রিসভায় কোটিপতি অনেকে।

সরকারে থাকা কোটিপতি মন্ত্রী বেশ কয়েকজন।  সেটাও আবার ৫ বছর আগের হিসেবে।  ২০১১ সালের ভোটের সময়ে নির্বাচন কমিশনকে যে হিসাব জমা দিয়েছিলেন প্রার্থীরা, তার হিসাবই বলে দিচ্ছে কে কত ধনী।  কিন্তু সবথেকে ধনী কে, জানেন? ইবেলার এক প্রতিবেদনে তা উঠে এসেছে।

রাজ্যের আর্থিক অবস্থা ভালো নয় বলে বারবার বলেন মুখ্যমন্ত্রী থেকে অর্থমন্ত্রী।  সম্পত্তির হিসেবে অর্থমন্ত্রী মন্ত্রিসভার সবাইকে টেক্কা দিয়েছেন।  গত বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বলছে, তখন অমিত মিত্রের সম্পত্তি ছিল ৭ কোটি টাকার বেশি।  নিয়ম অনুসারে এর মধ্যে অবশ্যই আছে তার স্ত্রী মীরাদেবীর সম্পত্তিও।

গত বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার মধ্যদিয়েই রাজনীতিতে আসেন বণিকসভা ফিকির সাবেক সেক্রেটারি জেনারেল অমিত মিত্র।  এটা বলা যাবে না যে, রাজনীতি থেকেই তিনি এ উপার্জন করেছেন।  আমেরিকার ডিউক ইউনিভার্সিটি থেকে পিএইচডিপ্রাপ্ত অর্থনীতিবিদ আগে ধনী হয়েছেন, পরে রাজনীতিতে আসেন।

তবে মন্ত্রিসভায় সবথেকে ধনী হওয়ার কৃতিত্ব অমিত মিত্র পেতেন না, যদি নুরে আলম চৌধুরী মন্ত্রিসভা থেকে বাদ না পড়তেন।  বীরভূমের মুরারই কেন্দ্র থেকে জিতে সাবেক বিচারক নুরে আলম চৌধুরী প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী হন। তবে বেশিদিন ছিলেন না তিনি।  

এবার ভোটে তিনি টিকিটও পাননি।  ২০১১ সালে তার দেয়া হিসাব বলছে, তার মোট সম্পত্তি ছিল ৯ কোটি টাকার বেশি।
২৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে