সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ০৮:৩১:৪৬

ট্রাফিক পুলিশকে কষে চড় বসিয়ে দিল বাইক চালক

ট্রাফিক পুলিশকে কষে চড় বসিয়ে দিল বাইক চালক

আন্তর্জাতিক ডেস্ক : তিন যুবক বাইকে যাচ্ছিল গন্তব্যে।  তাদের কাছে পুলিশ কনস্টেবল লাইসেন্স দেখতে চান।  রাস্তার মধ্যেই কষে চড়-থাপ্পর বসিয়ে দিলেন তারা।  

ছিঁড়ে দেয়া হলো ওই পুলিশ কর্মীর ইউনিফর্ম।  সবার সামনে চলে মারধর। ভারতের মানিকতলার মুচিবাজার এলাকার এ ঘটনায় চাঞ্চল্য চরমে।  জিনিউজের এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।

তিন যুবক বাইকে যাওয়ার সময় পথ আটকান মোহাম্মদ সেলিম নামে ওই ট্রাফিক কনস্টেবল।  কেন একটি বাইকে তারা ৩ জন যাচ্ছেন, এ প্রশ্ন করতেই হম্বিতম্বি শুরু করে যুবকরা।

পুলিশ কনস্টেবল লাইসেন্স দেখতে চাইলে তার ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। অভিযোগ, প্রথমেই ছিঁড়ে দেয়া হয় তার ইউনিফর্ম।  চড় মারা হয় ওই পুলিশকর্মীকে।

আরো লোকজন নিয়ে এসে আরেক দফা মারধরেরও হুমকি দেয় অভিযুক্তরা। ততক্ষণে আশপাশের ট্রাফিক পুলিশকর্মীরা সেখানে ছুটে আসেন।  ২ যুবককে ধরা গেলেও পালিয়ে যায় ১জন।
২৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে