মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০১:০৭:১৪

৮০ যাত্রী নিয়ে মিশরীয় বিমান ছিনতাই, কি ঘটেছে তাদের ভাগ্যে?

৮০ যাত্রী নিয়ে মিশরীয় বিমান ছিনতাই, কি ঘটেছে তাদের ভাগ্যে?

আন্তর্জাতিক ডেস্ক : মিশরে একটি যাত্রীবাহী বিমান ছিনতাই হয়েছে। বিমানটি মিশরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে ছিনতাই করে সাইপ্রাসের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে একজন অস্ত্রধারী সন্ত্রাসী বিমানটিতে অবস্থান করছে। তবে আরোহীদের ভাগ্যে ঠিক কি ঘটেছে, তা এখনো জানা যায়নি।

সাইপ্রাস স্টেট রেডিও জানিয়েছে, ছিনতাইকৃত ইজিপ্ট এয়ারের এ ৩২০ বিমানটি সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করেছে। দেশটির ব্রডকাস্ট কর্পোরেশন জানিয়েছে, বিমানটিতে ৫৫ জন যাত্রী ও ৭ জন ক্রু অবস্থান করছেন। এর আগে বলা হয়েছিল বিমানটিতে ৮০ জনের বেশি আরোহী ছিলেন।

গত বছরের অক্টোবরে মিশরের শার্ম আল-শেখ অবকাশ যাপন কেন্দ্র থেকে ২২৪ জন আরোহী নিয়ে রাশিয়া যাওয়ার পথে সিনাই উপদ্বীপে রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হলে যাত্রীদের সবাই নিহত হয়।

ইসলামিক স্টেট ওই বিমানটি বিধ্বস্ত করার দাবি করেছে। আন্তর্জাতিক তদন্তেও সন্ত্রাসী কার্যকলাপে বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রমাণ মিলেছে।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে