মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০২:১৬:০৮

দুবাইয়ে বহুতল ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ড

দুবাইয়ে বহুতল ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখনো কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে শ্বাসকষ্টজনিক কারণে কয়েকজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

দুবাইয়ের উত্তরাঞ্চলের আল সাওয়ান অঞ্চলের একটি আবাসিক কমপ্লেক্সে এ দুর্ঘটনা ঘটে। কমপ্লেক্সটিতে ১২টি ভবনে প্রায় ৩০০০ অ্যাপার্টমেন্ট রয়েছে। ভবন দুটির বেশ কয়েক তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে।

ওই এলাকা থেকে পুলিশ অধিবাসীদের সরিয়ে নিয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

গত এক বছরে এ নিয়ে দেশটির তিনটি স্থানে এ ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এ বছরের জানুয়ারিতে বর্ষবরণ উৎসবের আগে আগুন লাগে বিলাসবহুল ভবন বার্জ আল খলিফায়। ওই ঘটনায় আহত হয় অন্তত ২০ জন।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে