মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৩:১৩:৩২

‌‘বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে পাখিও ঢুকতে দেয়া হবে না’

‌‘বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে পাখিও ঢুকতে দেয়া হবে না’

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের ‘অনুপ্রবেশকারী’দের পুরো ভারতের জন্য বড় সমস্যা বলে মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন, গত ১৫ বছর ক্ষমতায় থেকেও অনুপ্রবেশ রুখতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। বাংলাদেশের অনুপ্রবেশকারীরা শুধু অসমের নয়, গোটা দেশের সমস্যা।

সোমবার অসামের এক নির্বাচনি জনসভায় তিনি একথা বলেন। ঢকুয়াখানা, নাওবচৈা, চতিয়া এবং ঢেকুয়াজুলিতে বিজেপি প্রার্থীদের সমর্থনে এই জনসভার আয়োজন করে রাজ্য শাখা বিজেপি।

অমিত শাহ বলেন, গত ১৫ বছরে কংগ্রেস সরকার যেসব সমস্যার সমাধান করতে পারেনি, তা মাত্র ৫ বছরে করে দেখাবে বিজেপি সরকার। ভারত-বাংলাদেশ সীমান্ত এমন শক্তিশালী ভাবে সিল করা হবে একটা পাখিও ঢুকতে পারবে না।

তিনি বলেন, রাজ্যে লাখ লাখ বেকার। তারা পড়াশোনা করেও কোনো কাজ পাচ্ছেন না। অবৈধ অনুপ্রবেশের জন্যই এ রকম হয়েছে। ভোটের লালসায় কংগ্রেস অনুপ্রবেশকারীদের সংস্থাপনের ব্যবস্থা করে কিন্তু স্থানীয়দের নিয়োগে কোনো গুরুত্ব দেয়া হয়না। এর ফলেই চাকরি পান না বেকাররা।

অমিত শাহ বলেন, আমি কংগ্রেস সভানেত্রীকে চ্যালেঞ্জ জানাচ্ছি, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধের কথা ঘোষণা করতে। কিন্তু উনি তা বলবেন না। কারণ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে কংগ্রেস।

অসামে কংগ্রেস সরকার স্রেফ একটা কাজেই সফলতা দেখিয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ভোটের স্বার্থে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চারণভূমি হয়েছে অসম।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে