মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৩:৩৫:০৬

পাকিস্তানে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

পাকিস্তানে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

আন্তার্জাতিক ডেস্ক : এবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। দিবসটি উপলক্ষে সোমবার বাংলাদেশের হা্ইকমিশনার সোহরাব হোসেন ইসলামাবাদের একটি পাঁচ তারকা হোটেলে এক সংবর্ধনার আয়োজন করেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান সরকারের রাষ্ট্র ও সীমান্তবিষয়ক ফেডারেলমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল কাদির বেলুচ। বিদেশি রাষ্ট্রদূত, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বেসামরিক ও সামরিক ঊর্ধতন কর্মকর্তাগণ এবং প্রবাসী বাংলাদেশিসহ  প্রায় ৫০০ আমন্ত্রিত অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানস্থলে বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন সম্বলিত বিশাল ব্যানার স্থাপন করা হয়। হাইকমিশনার ও তার স্ত্রী বেগম রওশন আরা হোসেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে আগত অতিথিদের অভ্যর্থনা জানান।
 
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও তারপর পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই দিবস উপলক্ষে প্রধান অতিথি, হাইকমিশনার, তার স্ত্রী এবং সার্কভুক্ত দেশের রাষ্ট্রদূতগণকে সাথে নিয়ে কেক কাটেন।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে