মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৪:০১:২৬

পদত্যাগ করলেন মন্ত্রী আলভেস

পদত্যাগ করলেন মন্ত্রী আলভেস

আন্তর্জাতিক ডেস্ক : পদত্যাগ করলেন ব্রাজিলের পর্যটনমন্ত্রী হেনরিক ইদুয়ার্দো আলভেস।  সোমবার তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
 
পর্যটনমন্ত্রী প্রথম যিনি ক্ষমতাসীন ব্রাজিলিয়ান ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির (পিএমডিবি) সরকার থেকে পদত্যাগ করলেন।  এর ফলে প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ওপর চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

পার্লামেন্টে বিরোধী দলের সদস্যরা তার পদত্যাগের দাবি তুলেন। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট দিলমা রৌসেফ দেশে ক্রমবর্ধমান ঘাটতির মুখে অর্থের হিসাব আড়াল করেছেন।

সাবেক সামরিক সরকারের রাজবন্দি রৌসেফ ১৪ মাস আগে প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেন।  কিন্তু সরকারের জ্যেষ্ঠ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তার জনপ্রিয়তা কমে গেছে।  রৌসেফের দাবি, তিনি কোনো ভুল কাজ করেননি।
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে