মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৫:০২:২৬

ছিনতাই করা বিমানের সব যাত্রীই এখন মুক্ত

ছিনতাই করা বিমানের সব যাত্রীই এখন মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক : ছিনতাই করে সাইপ্রাসে নিয়ে যাওয়া মিশরীয় বিমানটির প্রায় সব যাত্রীকেই এখন ছেড়ে দেয়া হয়েছে। আরো খবর পাওয়া যাচ্ছে যে ছিনতাইকারী ব্যক্তিটি তার সাবেক স্ত্রীর সাথে দেখা করতে চেয়েছে এবং সাইপ্রাসে আশ্রয় চেয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস বলেছেন, এই ছিনতাইয়ের ঘটনার সাথে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই।

আলেকজান্দ্রিয়া থেকে কায়রোগামী ইজিপ্টএয়ারের বিমানটি ছিনতাই করে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করায় একজন যাত্রী। সে দাবি করেছিল যে সে বিস্ফোরকভর্তি 'সুইসাইড ভেস্ট' পরে আছে।

এখন খবর পাওয়া যাচ্ছে যে সে তার সাইপ্রাসের সাবেক স্ত্রীর সাথে দেখা করতে চায়।

সাইপ্রাসের প্রেসিডেন্ট বলছেন, মনে হচ্ছে এটা একটা নারীঘটিত ব্যাপার।

তবে মিশরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী বলেছেন, এখনো সাতজন লোককে বিমানের ভেতর আটকে রাখা হয়েছে, তবে সেখানে কোন বোমা আছে কিনা তা স্পষ্ট নয়। ছিনতাইকারীর সাথে এখনো আলোচনা চলছে।

প্রথমে ধারণা করা হয়েছিল যে বিমানটির আরোহী এক মিশরীয় অধ্যাপকই ছিনতাইকারী। তবে পরে তিনি বলেন যে তিনি একজন যাত্রী মাত্র, এবং অন্যদের সাথে তিনি বিমান থেকে বেরিয়ে এসেছেন।

উল্লেখ্য, মিশর থেকে ৮১ জন আরোহীসহ হাইজ্যাক হওয়া প্লেনটি সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে ইজিপ্টএয়ারের আভ্যন্তরীণ রুটের ফ্লাইটটি ছিনতাই হয়।

কর্মকর্তারা জানাচ্ছেন, যাত্রীদের সবাইকে মুক্ত করে দিয়েছে ছিনতাইকারীরা। তবে, ঐ ফ্লাইটের সাতজন বিদেশী যাত্রী এবং বিমানের ক্রুদের এখনো জিম্মি করে রাখা হয়েছে।

সূত্রের খবর, যাত্রী সেজে বসে থাকা এক ব্যক্তি বেল্টে বাঁধা দিয়ে বিস্ফোরক দিয়ে বিমান উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে সেটিকে অপহরণ করে। সূত্রে খবর, অপহরণকারী প্রথমে মহিলা ও শিশুদের ছেড়ে দেয়। পরে বাকিদেরও মুক্ত করে দেয় তারা। কিন্তু কী কারণে বিমানটিকে অপহরণ করা হয়েছে, তা এখনো স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

বিমানটিতে মোট ৫৬ জন যাত্রী এবং ৭ জন ক্রু ও নিরাপত্তাকর্মী ছিলেন।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে