মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৫:৩০:০৭

দুটি আকাশ ছোঁয়া টাওয়ার জ্বলে চাঁই

দুটি আকাশ ছোঁয়া টাওয়ার জ্বলে চাঁই

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার সন্ধেবেলা হঠাৎ শহরের আকাশ ছোঁয়া দুই বিল্ডিংয়ে দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। ওপর থেকে ভেঙে ভেঙে পড়ে জ্বলন্ত বিন্ডিংয়ের চাঁই। ঠিক যেন পৃথিবীর বুকে উল্কাপাত। আগুনের ঝলকানিতে গোটা এলাকা সোনালি রঙ ধারণ করেছিল। ১০০-র ও বেশি মানুষ কোনোরকমে বিল্ডিং থেকে পালিয়ে বাঁচতে পেরেছে।

সোমবার এমনই এক বিধ্বংসী আগুনের শিকার হয় দুবাইয়ের উত্তর দিকে অবস্থিত আজমান শহরের দুটি বিশাল বিল্ডিং। আগুনের কবলে পড়ে ৩ হাজার অ্যাপার্টমেন্ট। অনেকক্ষণ ধরে আগুন জ্বলতে থাকার ফলে একসময় বিল্ডিংগুলো ভেঙে পড়তে থাকে। বিল্ডিংয়ের ভেতরে থাকা সব বাসিন্দাই শেষ পর্যন্ত বিল্ডিং থেকে বেড়িয়ে আসতে সক্ষম হয়। হতাহতের কোনো খবর নেই।

আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েছেন বহু মানুষ। ওইসব বহুতলের বাসিন্দাদের সরিয়ে আনার চেষ্টা চলছে। মিডিয়া সেই ছবিতে ভরে গিয়েছে ইতিমধ্যেই। ঘটনাস্থলে দমকলকর্মীরা পৌঁছেছেন বলে স্থানীয় সূত্রে খবর। এই নিয়ে এক বছরে তৃতীয় বার এই রকম আগুন লাগার ঘটনা ঘটল সংযুক্ত আমিরাতে।

এর আগে ২০১৬-র বর্ষবরণের রাতে আগুন লেগে যায় দুবাইয়ের একটি বহুতলে।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে