মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৫:৩৯:২৩

সাবেক স্ত্রীকে দেখতে বিমান ছিনতাই!

সাবেক স্ত্রীকে দেখতে বিমান ছিনতাই!

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের বিমান সংস্থা ইজিপ্ট‌এয়ারের ছিনতাইকৃত বিমানের বেশিরভাগ যাত্রীকে ছেড়ে দেয়া হয়েছে। বিমানের চার বিদেশি যাত্রী এবং সাত ক্রুকে আটক কেবল আটক রাখা রয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রো যাওয়া পথে অভ্যন্তরীণ রুটের একটি এয়ারবাস ৩২০কে ছিনতাই করে সাইপ্রাসের লারনাকা বিমানে নামানো হয়। ১৯ বিদেশিসহ বিমানে ৮১ আরোহী ছিল।

আমেরিকা এবং মিশরের দ্বৈত নাগরিক ইব্রাহিম সামাহা সাইপ্রাসের অধিবাসী তার সাবেক  স্ত্রী’র সঙ্গে দেখা করার জন্য বিমানটি ছিনতাই করেছেন। আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের পশু চিকিৎসা বিভাগে অধ্যাপনা করেন ২৭ বছর বয়সি ইব্রাহিম সামাহা।

কোমরে বিস্ফোরক বাঁধা রয়েছে বলে হুমকি দিয়ে ফ্লাইট এমএস১৮১ ছিনতই করেন সামাহা। সামাহা'র সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে বেশিরভাগ যাত্রীকে মুক্ত করা সম্ভব হয়েছে। পণবন্দিদের লারনাকা বিমানবন্দরের টারমাকে রাখা হয়েছে।

লারনাকা বিমানবন্দরটি সাইপ্রাসের দক্ষিণ উপকূলে অবস্থিত। ছিনতাই করা বিমান অবতরণের পর এটি বন্ধ করে দেয়া হয়েছে।-আইআরআইবি
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে