মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৭:০৮:২১

অবশেষে জানা গেল বিমান ছিনতাইকারী ও ছিনতাইয়ের আসল রহস্য

অবশেষে জানা গেল বিমান ছিনতাইকারী ও ছিনতাইয়ের আসল রহস্য

আন্তর্জাতিক ডেস্ক : লারনাকা বিমানবন্দর সংলগ্ন এলাকা খালি করে দিল সাইপ্রাসের পুলিশ। এই বিমানবন্দরেই নামানো হয় মিশরের হাইজ্যাক হওয়া বিমান।

মিশরের কারাগারে মহিলা বন্দিদের মুক্তির দাবি করেছিলেন ছিনতাইকারী।

জানা যায়, এখনো সাত জন বিমানকর্মী এবং চার যাত্রী আটক রয়েছেন হাইজ্যাক হওয়া ইজিপ্ট এয়ারের ওই বিমানে। রয়টার্সের বরাত দিয়ে কলকাতা২৪-এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

ইজিপ্ট এয়ার সূত্রে জানানো হয়েছে, ইব্রাহিম সামহা নয়, ছিনতাইকারীর নাম সাইফ আল দিন মুস্তাফা। তার মিশর এবং আমেরিকা দুই দেশের নাগরিকত্ব আছে বলে মিশর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিমান ছিনতাইকারীর শরীরে বিস্ফোরক থাকা নিয়ে সন্দিহান অনেকেই।

এই বিমান অপহরণের সঙ্গে সন্ত্রাসবাদের যোগ নেই বলে জানালেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস অ্যানাস্তেসিয়াদেস।

হাইজ্যাকার আলেকজান্দ্রিয়া ইউনিভার্সিটির অধ্যাপক। ভেটেরিনারি মেডিসিনের অধ্যাপক বলে জানা যাচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে।

দুটি এমার্জেন্সি নম্বর দেয়া হয়েছে– মিশরের জন্য 0800 77 77 000, বিদেশের জন্য  +2 02 25989320-29 লারনাকা এয়ারপোর্টে নামার কথা ছিল যেসব বিমানের সেগুলি ঘুরিয়ে পাফোস বিমানবন্দরে নামানোর ব্যবস্থা করা হচ্ছে।

জানা গিয়েছে, সাইপ্রাসে ওই ছিনতাইকারীর সাবেক স্ত্রী থাকেন। বিমান থেকে আরবিতে লেখা একটা চিঠি ফেলে দিয়ে সেটি স্ত্রীকে দিয়ে দিতে বলে এই বায়ুগ্রস্ত অপহরণকারী।

ব্যক্তিগত উদ্দেশ্যেই এই বিমান অপহরণ বলে অনুমান।

ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয় নেয়ার দাবি জানিয়েছে ছিনতাইকারী।

এখনো পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।

ছিনতাইকারীর নাম ইব্রাহিম সামাহা।

৫ জন বিদেশি যাত্রীকে রেখে বাকিদের ছেড়ে দেয়া হল। আটকে রাখা হয়েছে ক্রু মেম্বারদের।

সুইসাইড বেল্টের মতো দেখতে একটি জ্যাকেট পরা এক ব্যক্তি হুমকি দেয় পাইলটকে।

বিমানে বোমা রাখা হয়েছে বলে আশঙ্কা৷

মিশরেরই আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রো যাচ্ছিল বিমানটি।

বিমানটি হাইজ্যাক করে সাইপ্রাসের লারনাকা এয়ারপোর্টে অবতরণ করানো হয়েছে। ওই বিমানে ৮০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। অস্ত্র সহ এক দুষ্কৃতী বিমানটি হাইজ্যাক করে বলে জানা গিয়েছে। তবে এ দুইষ্কৃতীর পরিচয় এখনো জানা যায়নি।

অপহৃত হয়েছে এয়ার ইজিপ্টের MS181 বিমান।

হাইজ্যাক হওয়া বিমনটি সাইপ্রাসে অবতরণ।

বিমানের সব যাত্রী এখন মুক্ত।

শুধুমাত্র সাবেক স্ত্রীকে দেখার জন্যই বিমানটিকে হাইজ্যাক করা হয়েছে!
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে