মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৭:৩৩:২৪

হনুমানের বিক্ষোভ, ভেঙে ফেলল তাজমহলের চূড়া!

হনুমানের বিক্ষোভ, ভেঙে ফেলল তাজমহলের চূড়া!

আন্তর্জাতিক ডেস্ক : হনুমানের বিক্ষোভ, ভেঙে ফেলল তাজমহলের চূড়া! ঘটনা এমনটা না হলেও বাকি নেই কিছু।  ক্লিনিং প্লাটফর্মে পড়ে থাকতে দেখা গেছে তাজমহলের একটি মিনারের চূড়া।  হনুমানের তাণ্ডবে সেটি ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা জানিয়েছেন, ওই অংশটি দুর্বল হয়ে পড়ায় ভেঙে পড়েছে চূড়াটি।  এটা হনুমানদের জন্যই ভেঙেছে বলে দানি আধিকারিকদের।

তাজমহলের তিনটি মিনার কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা হয়েছে।  সেই কাজ করার সময়ই ওই চূড়া পড়ে থাকতে দেখা যায়।  এরপর ওই চূড়া কাপড় দিয়ে ঢেকে দিয়েছে এএসআই।  পরিষ্কার করার জন্য গত কয়েক মাস ধরেই তিনটি মিনার জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে।

এএসআইয়ের সুপারিনটেন্ডেন্ট ভুবন বিক্রম সিং জানান, চূড়াটি পড়ে থাকতে দেখা গেছে।  এটি দ্রুত ঠিক মেরামত করে লাগিয়ে দেয়া হবে। মঙ্গলবারের মধ্যেই সেরে ফেলা হবে সেই কাজ।  হনুমানের জন্যই এ ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

গত কয়েক বছর দূষণের জেরে ময়লার আস্তরণ পড়েছে তাজমহলে।  তাই কেমিক্যাল ক্লিনিংয়ের কাজ শুরু হয়েছে।  শিগগিরই তাজমহলে দর্শনে আসবেন লন্ডনের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন।  

১৬ এপ্রিল আসার কথা তাদের।  ১৯৯২-এ লেডি ডায়না তাজমহল দেখে যান।  তার ২৪ বছর পরে আসছেন তারই ছেলে ও পুত্রবধূ।  তাজমহলের সামনে মার্বেল বেঞ্চে বসা ডায়নার সেই ছবি বিখ্যাত হয়ে গিয়েছিল।  ওই সিটের নামকরণও করা হয় ‘ডায়না সিট’।
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে