মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৭:৫৭:৩৬

বিমানবন্দরে আনা হলো সাবেক স্ত্রীকে, আত্মসমর্পণ করলেন ছিনতাইকারী

বিমানবন্দরে আনা হলো সাবেক স্ত্রীকে, আত্মসমর্পণ করলেন ছিনতাইকারী

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে নানা নাটকের অবসান ঘটলো মিসরের বিমান ছিনতাই।  সাবেক স্ত্রী আসার খবরে ছিনতাইকারী সাইফ এলদিন মুস্তফা আত্মসমর্পণ করেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমান থেকে হাত উঁচু করে বের হয়ে আসেন মুস্তফা।  সেই সাথে সব জিম্মিরাও মুক্ত হন।

এর আগে বিবিসির খবরে বলা হয়, বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে এক সশস্ত্র ছিনতাইকারী এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

ইজিপ্ট এয়ারলাইন্সের এক নারী কর্মকর্তা জানান, উড্ডয়নের পরপরই বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে এটি সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণে বাধ্য করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মুস্তফা শরীরে বিস্ফোরক বেঁধে পাইলটকে সাইপ্রাসে বিমানটি অবতরণে বাধ্য করেন।

সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস অ্যানাস্তাসিয়াদেস জানান, এটা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল না, স্রেফ নাটক।

সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করার আগে হাসতে হাসতে তিনি বলেন, সব ঘটনা একজন নারীর জন্য হয়।  এমন পাগল ক’জনা আছে।

সাইপ্রাসের গণমাধ্যমের খবরে বলা হয়, মুস্তফা ব্যক্তিগত কারণেই এমন ঘটনা ঘটান।  মুস্তফার সাবেক স্ত্রী, যিনি সাইপ্রাসে অবস্থান করছেন তার সঙ্গে দেখা করতেই তিনি এমন ঘটনা ঘটিয়ে বিশ্ব তাক লাগালেন।  হতাশায় ডুবালেন বিমান আরোহীদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারী বিমানবন্দরে আরবিতে লেখা একটি চিঠি ছুড়ে মেরে সেটি তার সাবেক স্ত্রীকে দিতে বলেন।

বিবিসি জানায়, মুস্তফার ইচ্ছা অনুযায়ী তার স্ত্রীকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।  তিনি বিমানবন্দরের অদূরেই একটি গ্রামে বাস করতেন।
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে