মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ১০:৪৫:৫২

বিমান ছিনতাইয়ের পর এবার জাহাজ হাইজ্যাক

বিমান ছিনতাইয়ের পর এবার জাহাজ হাইজ্যাক

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের বিমান ছিনতাইয়ের পর এবার ফিলিপাইনের জাহাজ হাইজ্যাকের ঘটনা ঘটেছে।  এ বলে দাবি করেছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।  সেইসঙ্গে তাদের ১০ নাগরিককে জিম্মিও করা হয়েছে।

মঙ্গলবার ইন্দোনেশীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদটি জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
 
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটির মালিক প্রতিষ্ঠান একটি ফোনকল পাওয়ার দাবি করেছে। জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ জিম্মি ১০ জনের মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে এক সশস্ত্র ছিনতাইকারী বিমানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।  যে কারণে তিনি বিমান ছিনতাই করেন তা পূরণ করলে বিমানের সব আরোহীকে মুক্তি দিয়ে আত্মসমর্পণ করেন তিনি।  তার সাবেক স্ত্রীকে দেখতেই বিমানটি ছিনতাই করেছিলেন তিনি।
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে