বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ১০:১৪:২৩

প্রতিরক্ষামন্ত্রীর বিমান ধাওয়া, কাদের এত সাহস?

প্রতিরক্ষামন্ত্রীর বিমান ধাওয়া, কাদের এত সাহস?

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বিমান তাড়া করলো ন্যাটো বাহিনীর একটি জঙ্গিবিমান। বাল্টিক সাগরের নিরপেক্ষ জলসীমার আকাশে শোইগুর বিমান ধাওয়া করা হয় বলে খবর পাওয়া গেছে। রুশ সীমান্তজুড়ে পশ্চিমা জোট যখন ব্যাপক সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করছে তখন এমন ন্যক্কারজনক ঘটনা ঘটল।

রুশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, শোইগুর বিমান পশ্চিম রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটেছে। সেই সময় শোইগুর বিমান থেকে ন্যাটোর ইউরোফাইটার টাইফুন জঙ্গিবিমানের বহর ছিল মাত্র দুই কিলোমিটার দূরে। শোইগুর বিমানকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল কয়েকটি রুশ সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান।

বাল্টিক সাগরের কাছে পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মাঝামাঝি এলাকায় অবস্থিত কালিনিনগ্রাদ। কালিনিনগ্রাদের কাছে অবস্থিত চেকালোভোস্ক বিমানঘাঁটির পুনর্নির্মাণ কাজ পরিদর্শনের জন্য সেখানে গিয়েছিলেন শোইগু।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে