বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৪:২৬:২৩

গুপ্তচর আটকের দাবি উড়িয়ে দিল ভারত

গুপ্তচর আটকের দাবি উড়িয়ে দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ভেতরে ভারতীয় গুপ্তচর আটকের দাবি নাকচ করে দিয়েছে ভারত। বেলুচিস্তান প্রদেশে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে পাকিস্তান কর্তৃপক্ষ জানায়।

তারা মঙ্গলবার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে। ভিডিও চিত্রে একজন ব্যক্তিকে দেখা যায়, সে গুপ্তচর বৃত্তির সাথে জড়িত ছিল বলে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিচ্ছে।

অন্য দেশের কোন গুপ্তচর বা এই ধরনের পদে আসীন সশস্ত্র বাহিনীর কোন কর্মকর্তাকে গ্রেপ্তার করতে পারাটা আরেকটি দেশের জন্য বিরাট কৃতিত্বের ব্যাপার বলে মনে করছে পাকিস্তান সেনা কর্তৃপক্ষ।

এমনটাই বলছিলেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়া।

তবে দিল্লি থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তি ভারতীয় নাগরিক। কিন্তু তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার কোনও ধরনের অভিযোগ উড়িয়ে দেয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও বলা হয়েছে, “এই ব্যক্তি পাকিস্তানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল, এমন অভিযোগ সরকার দ্ব্যর্থ হীনভাবে প্রত্যাখ্যান করছে”।

অন্যদিকে পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, আটক ব্যক্তি ভারতীয় নৌ বাহিনীর একজন অফিসার এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রমে ইন্ধন দেয়ার চেষ্টা চালাচ্ছিলেন।-বিবিসি
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে