বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৪:৪৫:২২

সৌদি প্রিন্সকে অপহরণ!

সৌদি প্রিন্সকে অপহরণ!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি স্পষ্টবক্তা এবং ভিন্ন মতাবলম্বী এক প্রিন্সকে অপহরণ করে রিয়াদে ফিরিয়ে নেয়া হয়েছে। এ নিয়ে গত ১২ মাসে সৌদি আরবের রাজ পরিবারের তিন ভিন্ন মতাবলম্বীকে দেশটিতে ফিরিয়ে আনা হলো। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের বরাত দিয়ে রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

এতে বলা হয়েছে, প্রিন্স সুলতান বিন তুর্কির বন্ধু-বান্ধব এবং সহযোগীরা বলেছেন, প্রিন্স তার সফরসঙ্গীদেরসহ নিখোঁজ হয়ে গেছেন। ফেব্রুয়ারি মাসের ১ তারিখে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে কায়রোগামী একটি বিমানে ওঠার পর নিখোঁজ হয়ে যান প্রিন্স তুর্কি। কায়রোর গার্ডেন সিটির কেমপিনস্কি হোটেলে প্রিন্সের রিজার্ভেশন থাকলেও সেখানে তিনি যান নি।

সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের বড় ভাই এবং নিজ বাবা ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা-সাক্ষাতের জন্য কায়রো সফরের পরিকল্পনা করেছিলেন প্রিন্স তুর্কি। রাজ পরিবারের এক প্রবীণ সদস্য কায়রোয় প্রিন্সের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছিল বলে তার এক বন্ধু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। কিন্তু এতে বিশ্বাস করা ভুল হয়েছিল বলেও জানান তিনি।

কায়রোয় প্রিন্সকে স্বাগত জানানোর কথা ছিল এমন এক বন্ধু বলেছেন, নিখোঁজ হওয়ার এক সপ্তাহ আগে প্রিন্স তুর্কি ঠাট্টা করে বলেছিলেন, যদি আমাকে খুঁজে না পাও তবে বুঝতে হবে আমাকে ধরে রিয়াদে নিয়ে যাওয়া হয়েছে সেক্ষেত্রে আমাকে উদ্ধারের চেষ্টা করো।

এর আগে সৌদি সরকারের সমালোচনা করার পর প্রিন্স তুর্কি বিন বন্দর বিন মোহাম্মদ বিন আবদুর রহমান আস-সৌদ এবং প্রিন্স সৌদ বিন সাইফ আন-নাসর বিন সৌদ বিন আবদুল আজিজ আস-সৌদও একইভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে